ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

চাঁদপুরে বড় ভাইকে সালাম না দেয়ায় খুন

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

এলাকার বড় ভাই অনন্তকে সালাম না দেয়ায় রহমতকে হত্যা করা হয়। অনন্তকে গ্রেফতার করা হয় চাঁদপুরে তার খালার বাসা থেকে।

রিনা বেগম আর আবদুস সাত্তার দম্পতির একমাত্র ছেলে রহমত উল্লাহ। মা–বাবার সঙ্গে রাজধানীর মহাখালীর হাজারীবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। রহমতের বাবা আবদুস সাত্তার মহাখালীতে কাঁচামালের ব্যবসা করেন। আর ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন রহমত উল্লাহ।

গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান জানান, শুক্রবার রহমত মহাখালীর একটি মসজিদে তার বাবার সঙ্গে নামাজ পড়েন। তারপর রহমত চা খেতে যান মহাখালীর আমতলায়। সেখানে আসেন একই এলাকার অনন্ত নামের এক তরুণ। বড় ভাই হিসেবে অনন্তকে সালাম দেননি রহমত। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রহমতকে ছুরিকাঘাত করেন অনন্ত। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রহমত মারা যান।

এ খুনের ঘটনায় রহমতের বাবা আবদুস সাত্তার বাদী হয়ে অনন্তকে আসামি করে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেন। মামলা করার তিন দিনের মাথায় গ্রেফতার হয়েছেন একমাত্র আসামি অনন্ত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত অনন্তকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

নিহত রহমতুল্লাহর বাবার বরাতে গোয়েন্দা কর্মকর্তা মশিউর রহমান বলেন, রহমত উল্লাহ নরসিংদীতে কওমি মাদ্রাসায় লেখাপড়া করে হাফেজ হন। পরে মহাখালী এলাকায় ফিরে ফ্লেক্সিলোডের ব্যবসা শুরু করেন।

রহমত খুন হওয়ার বিষয়ে তার মা রিনা বেগম বলেন, আগে কখনো তিনি অনন্তের নাম শোনেননি। তার ছেলেও কোনোদিন অনন্তের নাম বলেননি। অনন্তরা এক পাড়ায় থাকেন, আর তারা অন্য পাড়ায় থাকেন। শুক্রবার তার ছেলের দোকান বন্ধ ছিল। রাত আটটার দিকে দুই বন্ধুর সঙ্গে মহাখালীর আমতলীতে যান রহমত। সাড়ে আটটার দিকে ছেলের মোবাইল নম্বরে ফোন দেই। তখন মোবাইল বাজতে থাকে। কেউ ধরছিল না। পরে জানতে পারি, বড় ভাই হিসেবে অনন্তকে সালাম না দেয়ায় তার ছেলেকে ছুরি মেরে খুন করা হয়।

গোয়েন্দা পুলিশ বলছে, রহমত উল্লাহ খুন হওয়ার পর খোঁজখবর নিয়ে জানতে পারেন—এলাকায় কোনো প্রকারের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। ব্যবসায়িক কাজেই সব সময় ব্যস্ত থাকতেন।

অন্যদিকে অনন্ত বখাটে ছেলে। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। খুনের কারণ হিসেবে জানতে পারেন, বড় ভাইকে সম্মান হিসেবে সালাম না দেয়ার কারণে অনন্ত ক্ষিপ্ত হয়ে রহমতকে ছুরিকাঘাতে খুন করেছেন।

গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম বড় ভাই হিসেবে সম্মান না করার কারণে রহমত উল্লাহকে খুন করেছে আসামি অনন্ত। ও লেভেলে পাস করার পর আর কোনো লেখাপড়া করেনি অনন্ত। আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। জিজ্ঞাসাবাদে খুনের কারণসহ সব ধরনের তথ্য বেরিয়ে আসবে।’

গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ কমিশনার মশিউর রহমান জানান, অনন্তের বাবা বেঁচে নেই। অনেক আগে দুর্ঘটনায় তার বাবা মারা যান। মায়ের সঙ্গে মহাখালীতে নিজেদের ফ্ল্যাটে বসবাস করেন তিনি। তবে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না অনন্ত।

যে ছুরি দিয়ে রহমতকে খুন করা হয়েছে আসামির দেখানো মতে মহাখালীর গাউসুল আজম মসজিদের পাশ থেকে সেই ছুরি জব্দ করেছে পুলিশ।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর