ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

আইসিডিডিআরবিতে ১৭ দিনে তিন সহস্রাধিক শিশু ভর্তি

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

চাঁদপুর ও আশপাশের বেশ কটি জেলায় ব্যাপকহারে রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ১৭ দিনে এ রোগে আক্রান্ত হয়ে মতলব আইসিডিডিআরবি (কলেরা হাসপাতালে) ভর্তি হয়েছে তিন সহস্রাধিক শিশু ও বৃদ্ধ। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে প্রায় ১শ' ৭৩ জন শিশু। এ সংখ্যা স্বাভাবিক সময়ের তিন গুণের চেয়েও বেশি বলে মন্তব্য করলেন আইসিডিডিআরবি কর্তৃপক্ষ।

 


আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মতলব শাখা সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে গত ২০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত (১৭ দিনে) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৯শ' ৫২ জন শিশু। এর মধ্যে ৫ বছর বয়সী শিশু ২ হাজার ২শ' ৫৪ জন। বাকি ৬শ' ৯৮ জনের বয়স পাঁচ বছরের ঊধর্ে্ব। উল্লেখিত সময়ে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে প্রায় ১শ' ৭৩ জন শিশু। এ সংখ্যা স্বাভাবিক সময়ের তিনগুণেরও বেশি। স্বাভাবিক সময়ে এখানে প্রতিদিন গড়ে ভর্তি হয় ৪৫-৫০ শিশু।

 


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০ নভেম্বর ১শ' ৫২ জন, ২১ নভেম্বর ১শ' ৭৫ জন, ২২ নভেম্বর ১শ' ৫৪ জন, ২৩ নভেম্বর ১শ' ৬৬ জন, ২৪ নভেম্বর ১শ' ৭৫ জন, ২৫ নভেম্বর ১শ' ৮৪ জন, ২৬ নভেম্বর ১শ' ৪৩ জন, ২৭ নভেম্বর ১শ' ৭৩ জন, ২৮ নভেম্বর ১শ' ৮৮ জন, ২৯ নভেম্বর ২শ' ৮ জন, ৩০ নভেম্বর ১শ' ৭৯ জন, ১ ডিসেম্বর ১শ' ৬৮ জন, ২ ডিসেম্বর ১শ' ৭৭ জন, ৩ ডিসেম্বর ১শ' ৮৭জন, ৪ ডিসেম্বর ১শ' ৭৫ জন, ৫ ডিসেম্বর ১শ' ৯০ জন এবং গতকাল ৬ ডিসেম্বর ১শ' ৪৮ জন ভর্তি হয়েছে। এতে দেখা যায়, ২৯ নভেম্বর সর্বোচ্চ রোগী ২শ' ৮ জন ভর্তি হয়েছে। চিকিৎসকদের মতে এ রোগীর সংখ্যা সামনে আরো বাড়তে পারে।

 


হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ৩৫ দিনে ৫ সহস্রাধিক শিশু ভর্তি হয়। প্রতিদিন গড়ে ভর্তি হয়েছে ১শ' ৫৭ জনশিশু। এছাড়াও ২০১৭ সালে ৩৫ দিনে ভর্তি হয়েছিলো ৩ হাজার ৭শ' ৫১ শিশু। সে সময়ে প্রতিদিন গড়ে ভর্তি হয়েছিলো প্রায় ১শ' ১৮ শিশু। গতবারের তুলনায় এবারো ভর্তি হওয়া শিশুর সংখ্যা অনেক বেশি।

 


সূত্রটি আরো জানায়, ভর্তি হওয়া শিশুদের মধ্যে চাঁদপুর সদরের ২শ' ৬২, ফরিদগঞ্জের ১শ' ৯০, হাজীগঞ্জের ১শ' ১৬, কচুয়ার ১শ' ১৭, হাইমচরের ৩৩, মতলব উত্তরের ১শ' ৭, মতলব দক্ষিণের ১শ' ৩, শাহরাস্তির ৯৬, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১শ' ৩৩, দেবিদ্বার ১শ' ৩৫, লাকসাম ১শ' ৪৬, মুরাদনগর ১শ' ৪৩, লক্ষ্মীপুর জেলা সদরের ১শ' ৭৯, রায়পুর ৯৫, রামগঞ্জ ৮৩, নোয়াখালী জেলার চাটখিলের ৩৪, কুমিল্লার চান্দিনা ১শ' ৩০, হোমনার ৪১ জনসহ বিভিন্ন উপজেলার শিশু ও বৃদ্ধ এ হাসপাতালে ভর্তি হয়েছে।

 


গতকাল শুক্রবার আইসিডিডিআরবির মতলব শাখায় গিয়ে দেখা গেছে, সেখানকার প্রতিটি ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ভিড়। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

 


কুমিল্লার হোমনা উপজেলার দেবিদ্বার গ্রাম থেকে আসা দু বছর বয়সী শিশু সার্থিক সাহার মা বলেন, 'মাইয়াডা ঘন ঘন বমি ও পাতলা-পায়খানা করতেছিলো। গত বৃহস্পতিবার এনো আনছি। স্যালাইন ও বেবিজিংক খাইতে দিছে। এহন একটু বালা।'

 


আইসিডিডিআরবির মতলব শাখার প্রতিষ্ঠান প্রধান ডাঃ ফজল খান বলেন, এ হাসপাতালে ৬০ জন ডায়রিয়া রোগীর আসন রয়েছে। কিন্তু প্রতিদিন গড়ে দেড় শতাধিক শিশুর চিকিৎসা করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও এ সেবা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীদের হাসপাতালের কর্মরত চিকিৎসকগণসহ সকলে সহযোগিতা করছেন। আমাদের এ হাসপাতালের ডায়রিয়া চিকিৎসার পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে এ চিকিৎসার ব্যবস্থা করলে জনসাধারণ উপকৃত হবে। হাসপাতালে রোগীর সংখ্যা বেশি হলেও সকলে সুস্থ-স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত কোনো শিশু মারা যায়নি।

 


আইসিডিডিআরবির মতলব শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, দূষিত পানি পান ও ময়লা খাবার গ্রহণই এ রোগে আক্রান্ত হওয়ার কারণ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। শীতে শিশুরা ব্যাপকহারে এ রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত ছয় মাস বয়সী শিশুদের পরিমাণ মতো খাবার স্যালাইন ও মায়ের বুকের দুধ খেতে দেয়া হচ্ছে। সাত মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দেয়া হচ্ছে খাবার স্যালাইন, বুকের দুধ ও প্রতিদিন একটি করে বেবিজিংক। সঙ্গে খেতে দেয়া হচ্ছে সুজি, খিচুড়ি, ডাব, চিড়ার পানি ও ভাতের মাড়সহ অন্যান্য খাবার। এ রোগ এড়াতে দূষিত পানি পান ও ময়লা খাবার বর্জন করতে হবে। শিশুদের ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর