ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

অযত্নে অবহেলায় চাঁদপুর মডেল থানার গুরুত্বপূর্ণ ফাইলগুলো

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অফিস ফাইলসহ, গুরুত্বপূর্ণ সকল ফাইল অযত্ন-অবহেলা ও নিরাপত্তাহীনতায় পড়ে আছে।
জানা যায়, পুলিশ প্রশাসনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের জন্যে, চারতলাবিশিষ্ট এল সিস্টেম একটি ভবন নির্মাণ করা হয়। মডেল থানার সাবেক ভবনের একাংশের অবকাঠামো ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। পরবর্তীতে ৪র্থ তলা এল সিস্টেম ভবনের একাংশের কাজ শেষ হলে এই অংশে থানার কার্যক্রম চলে। আর অপর পুরনো অংশটি ভেঙ্গে ৪র্থ তলা ভবনের পূর্ণাঙ্গ নির্মাণ কাজ শেষ করা হয়।

পুরো ভবনের কাজ শেষ হয়ে আনুষ্ঠানিক উদ্বোধনও হয়। পুরোদমে মডেল থানার সকল কার্যক্রম নতুন এ ভবনে চলে। ভবনের ৩য় ও ৪র্থ তলায় রয়েছে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর বা এএসআই ও এসআইদের আবাসিক রুম। ২য় তলায় এএসআই ও এসআইদের অফিস রুম, আসামীদের হাজতখানা রয়েছে। এমনকি ২/১টি খালি রুমও রয়েছে। আর নিচতলায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমসহ ৩ জন ইন্সপেক্টরের আলাদা রুম, ডিউটি অফিসারের রুম, কম্পিউটার রুম, ওয়েটিং রুম, মুন্সির রুম এবং বিশাল আকারের ডাইনিং রুম রয়েছে। 

ভবনের বর্তমান রুমগুলো যে যেভাবে পারছে ব্যবহারের অনুমতি নিয়ে ব্যবহার করছে। প্রতিটি রুম চাকচিক্যপূর্ণ বা সুন্দর করে সাজানো হলেও এ মডেল থানার শত শত গুরুত্বপূর্ণ ফাইল বা প্রমাণাদি রাখার রুমটি আজও নির্ধারিত না হওয়ায় ফাইলগুলো এলোমেলো অবস্থায় বিক্ষিপ্তভাবে পড়ে থাকছে।
ভবনের ২য় তলার সিঁড়ির পাশে ছোট্ট একটি খোলামেলা রুমের ভিতর এবং রুমের সামনে এমনকি সিঁড়ির গোড়ায় পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে ফাইলগুলো পড়ে রয়েছে। এই ফাইলগুলো স্তূপ আকারে পড়ে থাকলেও তা কারোই চোখে পড়ছে না।

জানা যায়, এ ভবনের ২য় তলায় জনগণের বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রতিনিয়ত দরবার বা সালিস হচ্ছে। আর এতে করে শত শত লোকের প্রতিনিয়ত এখানে চলাচল রয়েছে। ফলে ময়লা-আবর্জনা প্রতিনিয়ত ফাইলগুলোর উপর পড়ে তা নষ্ট হচ্ছে। এ অবস্থায় চাঁদপুর মডেল থানার জনগুরুত্বপূর্ণ এ ফাইলগুলো যেভাবে এলোপাতাড়ি পড়ে রয়েছে, তাতে কোনো ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে এখান থেকে ডকুমেন্টস চুরি বা গায়েব, এমনকি নষ্ট করলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। ফাইলগুলো ঝড়-বৃষ্টিতে অথবা কোনো অবহেলায় নষ্ট হওয়ার উপক্রম হলেও, এগুলো সুরক্ষায় মডেল থানা কর্তৃপক্ষের এমন উদাসীনতা কেন সচেতন মহলের কাছে সে প্রশ্ন দেখা দিয়েছে। শুধু তাই নয়, ভবনটির ৩য় ও ৪র্থ তলায় থানার এএসআই ও এসআইসহ যারা আবাসস্থল হিসেবে অবস্থান করছেন, তারাও তো এ সিঁড়ি ব্যবহার করে চলাফেরা করছেন। তাদের চোখেও কি এলোপাতাড়ি এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা এ ফাইলগুলো পড়ে না?

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ভবন হওয়ায় আমরা মোটামুটি অবকাঠামো সমস্যার কিছুটা সমাধান পেয়েছি। অফিসের কাজে নির্ধারিত রুমগুলো সাজানো হচ্ছে। অফিসের ফাইলপত্র রাখার রুম নির্ধারণ করা হয়েছে। তবে ওই রুমের তাকগুলো আমরা এখনো পাইনি। এজন্যে ফাইলগুলো বর্তমান স্থানে রয়েছে। আশা করছি খুব সহসাই তাকগুলো পেয়ে যাবো। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, চুরি বা গায়েব হওয়ার কোনো উপায় নাই। কারণ চাঁদপুর মডেল থানা এরিয়া ও ভবন সম্পূর্ণরূপে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর