ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

আশ্বিনপুর সপ্রাবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

মতলব দক্ষিণ উপজেলার ২১নং পশ্চিম আশ্বিনপুর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। কমিটির সভাপতি মোঃ কাউছার আহম্মেদ মাস্টার অভিযুক্ত ওই শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

সরেজমিনে জানা যায়, ১৯৮৬ সালে ২১নং পশ্চিম আশ্বিনপুর

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই বজলুর রহমান ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ করায় তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠে। কিন্তু অদৃশ্য প্রভাবের কারণে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

জানা যায়, গত ২০১৮-১৯ অর্থ বছরে ২১নং পশ্চিম আশ্বিনপুর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথ-প্রাথমিকে ১০ হাজার টাকা, সস্নিপের ৫০ হাজার টাকা এবং রুটিন ম্যান্টেনেন্সের ৪০ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। উক্ত বরাদ্দের টাকায় বিদ্যালয়ের উন্নয়ন কাজ প্রাক-প্রাথমিকের শ্রেণী কক্ষ সাজ-সজ্জা ও খেলনা সামগ্রী ক্রয় এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কাজ না করে আত্মসাৎ করেন ওই শিক্ষক। তবে বরাদ্দে উল্লেখিত যৎসামান্য কাজ করলেও কাগজে-কলমে সকল কাজের বিল ভাউচারসহ মিল রেখেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান।

অনুসন্ধানে দেখা যায়, প্রধান শিক্ষক বজলুর রহমান উপজেলার নায়েরগাঁও বাজারের মেসার্স নজরুল ইলেকট্রিক দোকানের একটি ভাউচারে ৩টি সিলিং ফ্যান মেরামতের জন্য খরচ দেখান ৪ হাজার টাকা। যার বাস্তবতার সাথে কোনো মিল নেই এবং ভাউচারে কোনো তারিখ উল্লেখ নেই। এভাবে বিদ্যালয়ের বিভিন্ন কাজের ভাউচারে অনিয়ম পাওয়া যায়।

এদিকে বিদ্যালয়ের মোট ৩৩ শতাংশ সম্পত্তি থাকলেও বিদ্যালয়ের ভবন ছাড়া বাকি জায়গায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমানের বাবা-মায়ের কবরসহ ব্যক্তি মালিকানাধীন ঘর নির্মাণ করে বিদ্যালয়ের জায়গা দখল করে রেখেছে একটি মহল।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি এড়িয়ে যান।

অনিয়মের বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাউছার আহম্মেদ মাস্টার জানান, অভিযুুক্ত শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে তদন্তপূর্বক সকল অনিয়মের বিচার করা হোক। তিনি আরও জানান, আমার বিদ্যালয়ের এ অভিযুক্ত শিক্ষককে বদলি করে একজন সিনিয়র শিক্ষককে এই পদে দেয়ার জন্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছি।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তানভীর হাসান জানান, বরাদ্দকৃত টাকার কাজ যদি না করে থাকে তাহলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর