ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

করোনা আতঙ্কে ঢাকা ফাঁকা

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পাল্টে দিয়েছে ব্যস্ততম শহর ঢাকার চিরচেনা দৃশ্য। শো-সাঁ গাড়ির শব্দ, যানজট, রাস্তাঘাটে মানুষের উপচেপড়া ভিড়- বর্তমান চিত্র দেখে মনে হয় এসব যেন মিছে কথা।

বৃহস্পতিবার রাজধানীর ব্যস্ততম এলাকা উত্তরা, বনানী, কারওরান বাজার, কলাবাগান, শাহবাগ, ফার্মগেট, বাংলামোটর, নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায় আগের মতো যানজট নেই, নেই মানুষের উপচেপড়া ভিড়। যারা জরুরী কাজে রাস্তায় বের হয়েছেন করোনা আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে।

ভাড়ায় চালিত পাঠাও প্রাইভেটকার চালক আবু সাঈদ বলেন, সারাদিনে যেখানে ভাড়া মারতাম ৩-৪ হাজার টাকা। আজ এখন পর্যন্ত মাত্র ৩০০ টাকার ভাড়া পেয়েছি। গতকাল বুধবার কোন ভাড়া মারতে পারিনি। তিনি আরো বলেন, উত্তরা থেকে যেখানে ফার্মগেটে যেতে সময় লাগে দুই ঘণ্টা, সেখানে যাচ্ছি মাত্র ২০ মিনিটে। বুঝতেই পারছেন অবস্থা। রাস্তায় গাড়ি নেই বললেই চলে।

রাস্তায় মানুষ ও যানবাহন কমে যাওয়ায় যানজটও কমে গেছে রাজধানীতে। সবার মাঝে বিরাজ করছে করোনা নামক এক আতঙ্ক। ফাঁকা রাজধানীর রাস্তায় যেন কোনো প্রকার অপরাধ না হয় সেদিকে সচেতন রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী।

রাজধানীর খিলক্ষেতে ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা সার্জেন্ট জসিম উদ্দিন বলেন, প্রতিদিনের মতই দায়িত্ব পালন করছি। কিন্তু কাজের চাপ কমে গিয়েছে কারণ রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। তিনি আরো বলেন, রাজধানীর রাস্তা ফাঁকা থাকার কারণে অপরাধীরা যেন কোন প্রকার অপরাধ সংঘঠিত করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলে জানাযায়, দেশের মানুষের মাঝে বেশ কয়েকদিন ধরেই করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যেখানে রাজধানীতে মানুষের কারনে ফুটপাতে হাটতে কষ্ট হতো সেখানে কয়েকদিন থেকেই রাজধানী ফাঁকা। আমাদের উচিত নিজেকে পরিষ্কার রাখা। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

ফুতপাতের ব্যবসায়ীরা বলছেন, করোনা আতঙ্কে  বেচাকেনা নেই বললেই চলে। মানুষ আগের মত আর বের হচ্ছে না। সবাই যতটা পারছে বাসায় থাকার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে দোকান বন্ধ করে দিয়ে বাসায় বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।

মেঘলা খান নামের একজন চাকরিজীবী বলেন, শান্তিনগর থেকে গুলশান-১ অফিসে আসার জন্য এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি। তিনি আরো বলেন, রাস্তায় পর্যাপ্ত পরিমানে বাস না থাকায় সবাই গাদাগাদি করে এক বাসেই উঠেছি। কারো সঙ্গে করোনার ভাইরাস রয়েছে কি না কে জানে। আমি নিজেই চিন্তিতো। আমার কারনে পরিবার যেন এই ভাইরাসে আক্রান্ত না হয়, সেই চিন্তাই করছি এখন।

ট্রাফিক উত্তর ডিসি সাইফুল হক ডেইলি বাংলাদেশকে বলেন, ফাঁকা রাজধানীর রাস্তায় নিরাপত্তা দিতে আমাদের ট্রাফিক সদস্যরা তৎপর রয়েছে। যানবাহনের কাগজ দেখার পাশাপাশি নিরাপত্তা নিয়েও কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশে নতুন করে আরো তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ জন। এর মধ্যে বুধবার একজন মারা গিয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। আর তিনজন চিকিৎসা নিয়ে ফিরে গেছে।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর