ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

করোনা সংকটেও থেমে নেই কাজ

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

জমি অধিগ্রহণ, মাটি ভরাট, খুঁটি নির্মাণের পর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে এখন চলছে খুঁটির ওপর অবকাঠামো নির্মাণকাজ। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পলাশপুরে বসানো হয়েছে প্রথম ভায়াডাক্ট বা উপরি কাঠামো। সম্প্রতি পলাশপুর গিয়ে দেখা গেছে, ৩৮৩ ও ৩৮৪ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে এ ভায়াডাক্ট। কেরানীগঞ্জের পানগাঁও, মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামুরা, শ্রীনগর, মাওয়া হয়ে যশোরমুখী রেলপথের বিভিন্ন অংশে এগিয়ে চলছে নির্মাণকাজ। নভেল করোনোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর চীনে আটকে পড়েন প্রকল্পে যুক্ত ১৫০ চীনা কর্মকর্তা ও কর্মী। অন্য ৭৫০ চীনা কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত স্বাস্থ্যবিধির আওতায় এনে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।

কেরানীগঞ্জের পানগাঁওয়ের কাজীরগাঁও এবং পাশের গ্রামগুলোতে প্রকল্প এলাকায় সমতল থেকে মাটি ভরাট করে উঁচু করা হয়েছে। এর ওপর তৈরি হচ্ছে পথ। এবড়োখেবড়ো পথে বাসে করে যেতে একটু পর পরই দেখা যাচ্ছিল সারি সারি খুঁটি। পলাশপুরে কথা হয় প্রকল্পের কয়েকজন কর্মকর্তার সঙ্গে। তাঁরা জানালেন, সেখানে স্থাপন করা হয়ে গেছে প্রকল্পের প্রথম উপরি কাঠামো। ১৬৯ কিলোমিটার রেলপথের ২৩ কিলোমিটার হবে খুঁটির ওপর। ঠিকাদারির দায়িত্ব পালন করছে চীনের ‘চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড’।

ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ১৬৯ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ নির্মাণ করা হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৫৮ কোটি ১৩ লাখ টাকা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিভৃত গ্রামের পথে পথে এ রেলপথের কাঠামো দৃশ্যমান। কেরানীগঞ্জের পানগাঁওয়ে প্রকল্প এলাকা ধরে যেতে যেতে চোখে পড়ল ভূমি উন্নয়নের কাজ। তবে মুন্সীগঞ্জের পলাশপুরে খুঁটির ওপর রেলপথের অবকাঠামো নির্মাণকাজ বেশি দৃশ্যমান।

প্রকল্প সূত্রে জানা গেছে, খুঁটির ওপর ২৩ কিলোমিটার রেলপথে বসানো হবে ৪১৮টি ভায়াডাক্ট।

কর্মকর্তারা জানান, পলাশপুর অপেক্ষাকৃত নিচু এলাকা। সেখানে একাধিক সেতু রয়েছে। আছে ধলেশ্বরী নদীর শাখাসহ অন্যান্য নদী। প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী বলেন, প্রথম উপরি কাঠামো বসানো হয়েছে। এটা অনেক কঠিন কাজ ছিল। তিনি জানান, করোনা প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির মধ্যে চীনে আটকে পড়া ১৫০ কর্মীকে ধাপে ধাপে নিয়ে আসা হবে।

একদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের খুঁটি বসানোর কাজ চলছে, অন্যদিকে জাজিরা অংশেও মূল পদ্মা সেতুর ওপর চলছে রেলপথ বসানোর কাজ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সালের জুন মাসে। ঢাকা-মাওয়া-ভাঙ্গা-যশোর রেলপথে রেলস্টেশন থাকবে ১৪টি। এর জন্য অধিগ্রহণ করতে হবে ২০০ একর জমি। প্রকল্প সূত্রে জানা গেছে, ১৭ জেলায় জমি অধিগ্রহণ কাজ শেষ। অন্য পাঁচ জেলায়ও জমি অধিগ্রহণ করা হচ্ছে। মাওয়া থেকে ভাঙ্গা অংশে প্রকল্পকাজের অগ্রগতি ৫০ শতাংশ। সার্বিক কাজ হয়েছে ২৪ শতাংশ। প্রকল্পে ডাবল রেলপথের জন্য জমি অধিগ্রহণ করা হলেও বর্তমানে নির্মাণ করা হচ্ছে সিংগেল পথ।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথের মধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে। প্রকল্পের ভূতাত্ত্বিক জরিপ ও ্যালাইনমেন্টের কাজ শেষ হয়েছে শতভাগ। বাঁধ ও নকশার কাজ শেষ হয়েছে ৮৯.৫ শতাংশ, টেস্ট পাইলের নকশা হয়েছে ৯২.৮৫ শতাংশ, কালভার্টের নকশার কাজ ৬৩.৬ শতাংশ, বাঁধ নির্মাণের কাজ ২৫.২ শতাংশ, টেস্ট পাইলের কাজ ৬০.৫ শতাংশ শেষ হয়েছে।

কমলাপুর থেকে গেণ্ডারিয়া স্টেশন পর্যন্ত তিন কিলোমিটার ডুয়াল গেজ, দ্বিতীয় অংশে গেণ্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত ৩৬ দশমিক ৬৩ কিলোমিটার ব্রড গেজ, তৃতীয় অংশে মাওয়া থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার ব্রড গেজ, চতুর্থ অংশে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৬ কিলোমিটার ব্রড গেজ রেলপথ নির্মাণ করা হবে।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর