ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে বিলাসবহুল ট্রেনের প্রস্তাব

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ৯ মে ২০১৯  

ঢাকা-ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ (জামালপুর) রেলপথে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে আন্তঃনগর ট্রেন চালাতে চায় বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেড। এ জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয়ে এ নিয়ে এক ঘণ্টার বৈঠক হয়। যেখানে রেলমন্ত্রী ইউনাইটেডকে ‘সেবাখাত’ধরে এ ধরনের সেবা দিতে এগিয়ে আসার আহ্বান জানান।

‌দেশে প্রথম প্রাইভেট ট্রেনের প্রস্তাব দেয়া ইউনাইটেড গ্রুপ ঢাকা-ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রেলপথে তিন জোড়া অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন নিজেদের খরচে চালানোর প্রস্তাব দিয়েছে দেড় বছর আগে। 

ইউনাইটেড গ্রুপ সূত্র জানায়, তারা ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে তিন জোড়া অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালাতে চায়। ওই ট্রে‌নের গ‌তি হবে ৮০ কিলোমিটার। এজন্য রেলপ‌থের কিছু উন্নয়ন কাজও তারা করবে। প্রাথমিকভাবে ২২টি বগি দিয়ে যাত্রা শুরু করতে চায় ইউনাইটেড কোম্পানি। ঢাকা থেকে দেওয়ানগঞ্জের দূরত্ব ২১২ কিলোমিটার। এ রেলপথে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে ট্রেন চালানো সম্ভব।

রেলপথ মন্ত্রণালয়কে দেয়া লিখিত প্রস্তাবে ইউনাইটেড কোম্পানি উল্লেখ করেছে, তারা নিজস্ব অর্থায়নে আমেরিকা বা কানাডা থেকে ইঞ্জিন এবং চীন ও ইন্দোনেশিয়া থেকে বগি সংগ্রহ করবে।

 

 

বেসরকা‌রি আরেক‌টি প্র‌তিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ডও দেশে যেকোনো রুটে প্রাইভেট ট্রেন চালাতে চায়। তারাও রেলওয়েকে প্রস্তাব দিতে যাচ্ছে। এক্ষেত্রে তারা হাইস্পিড ট্রেন চালাতে চায়। তাদের পছন্দের রুট ঢাকা–চট্রগ্রাম। তারা দেশের রেলপথে হাইস্পিড ট্রেন নামাতে চায়। এ নিয়ে প্রস্তাবনাও প্রস্তুত। চীনের সহযো‌গিতায় তারা অত্যাধু‌নিক ট্রেন ও কোচ প‌রিচালনা করবে। ভিনাইল ওয়ার্ল্ডের প‌রিকল্পনায় দেশের প্রধান প্রধান রেলওয়ে স্টেশন‌ আধু‌নিকায়নের প্রস্তাবনাও রয়েছে।

বৈঠকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, বেসরকারিভাবে ট্রেন সার্ভিস দিতে চাইলে, অবশ্যই সেবার মানসিকতা থাকতে হবে। এরকম প্রাইভেট ট্রেনের ক্ষেত্রে বিষয়টি মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে। শিগগিরই ২০০টি কোচ ও কয়েকটি ইঞ্জিন ভাড়ায় আনা হবে। যা দিয়ে অন্তত নতুন ১৫টি ট্রেন চালু করা যাবে।

এ নিয়ে দু‌টি ব্যবসায়ী গ্রুপ ব্যক্তিমালিকানায় শুধু রেলওয়ের লাইন ও স্টেশন ব্যবহার করে ট্রেন চালানোর আগ্রহ দে‌খিয়েছে।

ইউনাইটেডের প্রস্তা‌বে রেল মন্ত্রণালয়ের বৈঠকে মন্ত্রীর সঙ্গে জামালপুর জেলার সব সংসদীয় আসনের এম‌পি-প্র‌তিমন্ত্রী যোগ দেন।

বৈঠকে থাকা এমপি ফ‌রিদুল হক দুলাল বলেন,ইউনাইটেড প্রস্তাব দিলেও রেলওয়েকে আয়ের কত অংশ দেবে এ বিষয় নি‌র্দিষ্ট করে কিছু বলতে পারে‌নি। আবার রেলের প্রস্তাবেও সায় দেয়নি। তারা ৫০০ কো‌টি টাকা বি‌নিয়োগ করবে বলে রেলকে কিছু দেবে না সেটা তো হতে পারে না।

এম‌পি দুলাল বলেন, এ কারণে বৈঠকে থাকা এমপিরা কম আগ্রহ দে‌খিয়েছেন। প্রায় ৫৫ মি‌নিট কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক মুলতবি করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ বাজার (জামালপুর) রুটে বর্তমানে তিন জোড়া আন্তঃনগর এবং তিন জোড়া মেইল ট্রেন চলে। ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জ রুটে আরো দুই জোড়া লোকাল ট্রেন চলে। মোট আট জোড়া ট্রেনের মাধ্যমে ৪৯ লাখ ৯০ হাজার ৮১৬ জন যাত্রী পরিবহন করে গত অর্থবছরে (২০১৬-১৭) রেলওয়ে আয় করেছে ৫৯ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯১৭ টাকা।

 

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর