ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

নিখোঁজের ১১ দিন পর পরকীয়া প্রেমিকার ঘর থেকে প্রেমিক উদ্ধার

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

“ঢাকায় স্কুলের কাজে যাচ্ছি, ২/৩ দিন থাকতে হবে” স্ত্রীকে এ কথা বলে ঘর থেকে বের হয় স্বামী শাহ কামাল। কিন্তু ২/৩ দিন কেনো, এক সপ্তাহেও তার খোঁজ নেই। ১১ দিনের মাথায় কথিত নিখোঁজ হওয়া যুবকের ফোনের সূত্র ধরে, চাঁদপুর মডেল থানা পুলিশ গতকাল রোববার তাকে তার প্রেমিকার বসত ঘরের সিলিংয়ের উপর থেকে উদ্ধার করে। 

গতকাল বিকেলে চাঁদপুর সদর উপজেলার উত্তর হামানকর্দ্দী এলাকার, ধোপা বাড়ি থেকে কথিত নিখোঁজ হওয়া শাহকামাল খান নামে ওই যুবককে উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ পরকীয়া প্রেমিকা রেখা রাণী ও তার ভাই সুমনকে আটক করে।

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের, উত্তর মৈশাদীর ধোপা বাড়ির রেখা রাণীর ঘরের সিলিংয়ের উপর থেকে, শাহ কামালকে (৩২) উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়।

উদ্ধারকৃত শাহ কামাল খানের স্ত্রী হুমায়ারা আক্তার জানান, তার স্বামী একই এলাকার হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহকারী হিসেবে কর্মরত। গত ৩ জুলাই তিনি বিদ্যালয়ের কাজে ঢাকা যেতে হবে বলে রাত ১০টার দিকে ঘর থেকে বের হন। তাকে ঢাকায় স্কুলের কাজে ২/৩ দিন থাকতে হবে বলেও সে সময় তিনি জানান।

এ অবস্থায় ৬ দিন পার হয়ে যায়। কিন্তু তার সাথে কোনো যোগাযোগ বা খবর না পেয়ে ৯ জুলাই সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় তিনি জিডি করেন। যার নং ৪২৯। এই জিডির পর পুলিশ চেষ্টা করেও তার কোনো খোঁজ পায়নি। অবশেষে গতকাল যুবক শাহ কামাল, তার বোন কুলসুমা আক্তারের মোবাইল ফোনে তাকে আটক করে রেখেছে বলে জানায়। এই ফোন কলের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল ১৪ জুলাই বিকেলে তাকে উত্তর হামানকর্দ্দী ধোপা বাড়ির মৃত কার্তিকের মেয়ে, রেখা রাণীর ঘরের সিলিংয়ের উপর বস্তার উপর শুয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে।

এদিকে শাহ কামালকে ঘরের সিলিং থেকে নামানোর পর সে পুলিশকে কোনো কথা বলতে পারে নি এবং তাকে খুব অসুস্থ অবস্থায় দেখা যাওয়ায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এ ঘটনায় ঘটনাস্থল থেকে রেখা রাণী ও তার ভাই সুমনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এসআই সাদেকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, নিখোঁজ ব্যক্তির পরিবারের কথা অনুযায়ী মোবাইল ফোনের সূত্র ধরে তাকে উদ্ধার করেছি। সে খুব অসুস্থ বা তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। সে সুস্থ হলে মূল ঘটনা জানা যাবে।

তিনি আরো বলেন, আটক রেখা রাণীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে- তার স্বামী বিদেশে থাকে এবং স্বামী অসুস্থ। আর তাদের মধ্যে (রেখা ও শাহকামাল) দীর্ঘ ৭/৮ বছর পরকীয়া প্রেম চলছে। গতকাল ১৪ জুলাই তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার কথা। 

এসআই সাদেক এক প্রশ্নের জবাবে বলেন, রেখা আলাদা ঘরে থাকে, পাশের ঘরে তার ভাই থাকে। বাড়ির লোকজন যেনো না দেখে এজন্যে শাহ কামালকে দিনের বেলায় ঘরের সিলিংয়ের উপর তার কথা অনুযায়ী লুকিয়ে রাখা হতো। রেখার ভাই সুমনকে আটকের বিষয়ে তিনি বলেন, এলাকার লোকজন ঝামেলা করতে পারে এবং দুজন দুই ধর্মের হওয়ায় কোনো সমস্যা হতে পারে ভেবে তাকে নিয়ে এসেছি।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর