ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

ফরিদগঞ্জকে ক্রাইম জোন হিসেবে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে প্রশাসন

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রায় পুরো সময়টা জুড়েই ছিলো মাদকের উপর আলোচনা। আর সে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো ফরিদগঞ্জ উপজেলা। বলতে গেলে মাদকের স্বর্গরাজ্য এ উপজেলা। আর আইনশৃঙ্খলা বাহিনী তথা প্রশাসনের কাছে এ উপজেলাটি মাদকসহ ক্রাইম জোন হিসেবে এক নাম্বারে রয়েছে। এ বিষয়টি মাথায় রেখেই প্রশাসন কাজ করছে। জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে ফরিদগঞ্জ উপজেলার মাদক বিষয় নিয়ে এমন উদ্বেগের কথা উঠে আসে।

২০২০ সালের জানুয়ারি মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপ্রধানের বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সভায় বিগত মাসের এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন। সভায় উন্মুক্ত আলোচনায় অনেকেই অংশ নেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে হাসপাতালে নবজাতককে রেখে মা পালিয়ে যাওয়ার তিনটি ঘটনা ঘটেছে। এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আগামীতে যাতে কোনো হাসপাতালে এ রকম ঘটনা না ঘটে সে ব্যাপারে আমাদের তৎপর থাকতে হবে। আর এটি নিশ্চিত করার জন্যে প্রতিটি গর্ভবতী মায়ের এবং তার স্বামীর বা পরিবারের অন্য কারো জাতীয় পরিচয়পত্র রেখে হাসপাতালে ভর্তি করতে হবে। আবার এ বিষয়ে বেশি কঠোরতা দিতে গিয়ে রোগী যেনো ক্ষতির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ অন্তত ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র হাসপাতালে জমা দিতে হবে।

মাদকের বিষয়ে তিনি বলেন, সকল উপজেলায় মাদক নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করতে হবে। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা আশপাশের জেলা ও উপজেলার ট্রানজিট পয়েন্ট। সে সুবাদে এ উপজেলায় মাদকের ছড়াছড়ি বলে অনেকেই অভিযোগ করছে এবং এ অভিযোগটি দীর্ঘদিন যাবৎ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং থানা পুলিশকে একযোগে কাজ করতে আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আজিজুল হক, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান, জেলা পাসপোর্ট অফিসার মোহাম্মদ তাজ বিল্লাহ, জেলা আনসার ও প্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট এএসএম আজিম উদ্দিন, কোস্টগার্ড কমান্ডার লেঃ এনায়েত।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলার দিক দিয়ে অন্যান্য জেলার চেয়ে চাঁদপুর অনেক ভালো অবস্থানে। মাদক নিয়ে আমরা কাজ করছি। ফরিদগঞ্জকে এক নম্বরে রেখেছি। সেখানে অচিরেই কম্বাইন্ড অপারেশন করা হবে।

তিনি আরো বলেন, আমরা চাঁদপুরে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছি। এখন থেকে পুলিশ জনগণের কাছে যাবে। জনগণের সমস্যা সমাধানে কাজ করবে। গত মাসে চাঁদপুরে তিনটি হত্যাকা- সংঘটিত হয়েছে। তার মধ্যে দু'টি এক ধরনের, আরেকটি প্রকাশ্যে জনসম্মুখে হয়েছিলো। সেটি হয়েছিলো শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা গ্রামে। শাহরাস্তিতে আমরা সেই আসামীকে আইনের আওতায় নিয়ে এসেছি। এর কোনোটিই আইনশৃঙ্খলা অবনতির কোনো বিষয় নয় বলে তিনি উল্লেখ করেন।

১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে। আমরা কয়েকটি টিম নির্বাচনকে ঘিরে কাজ করছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশ এগিয়ে যাচ্ছে। এর ভেতর মাদক, সন্ত্রাস এবং দুর্নীতি সমাজের দুষ্টক্ষত। সরকার এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের সরকার আশা করি সফল হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, চাঁদপুরে আমরা মাদকসহ অন্য কোনো অপরাধের ব্যাপারে কোনো তদবির করি না। যা অন্য জেলার চেয়ে ব্যতিক্রম। মাদক ব্যবসায়ী, সেবী সে যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর লঞ্চঘাটে ঘাট শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানির বিষয়টি উল্লেখ করেন। এ বিষয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর