ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

ফরিদগঞ্জে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে রূপসা সড়ক!

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

ফরিদগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়কে দীর্ঘ প্রায় ৫ বছরেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। উপজেলার মানচিত্র থেকে প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হওয়া এ সড়কটি হচ্ছে ফরিদগঞ্জ-রূপসা সড়ক। ল-ভ- এই সড়কে বর্তমানে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। নিরূপায় হয়ে ভুক্তভোগীরা বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যাচ্ছেন। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দীর্ঘ সময়েও এ সড়কটিতে উন্নয়নের ছোঁয়া না লাগায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্যে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলীকে কড়া নির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীরা জানায়, দীর্ঘসময় ধরে ফরিদগঞ্জ থেকে রূপসা গঙ্গাজলী ব্রীজ পর্যন্ত যাতায়াতের সড়কটি এখন মূলত মরণ ফাঁদ হয়ে আছে। প্রায় ৬ কিঃ মিঃ দৈর্ঘ্যের ওই সড়কটির উপরের পিচ ঢালাই সম্পূর্ণ উঠে গেছে। রাস্তাটিতে ছোট বড় অসংখ্য গর্ত রয়েছে। রাস্তাটি দেখে মনে হয়, এটি যেন বর্তমানে এক কঙ্কালসার দেহ নিয়ে পড়ে আছে। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ। অথচ এই সড়কটি দিয়ে এক সময়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করতো। এ ছাড়াও ফরিদগঞ্জ থেকে উপজেলার পূর্বাঞ্চলের রূপসা, খাজুরিয়া, আস্টা, গল্লাকসহ পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিশাল জনগোষ্ঠীর চলাচলের একমাত্র সড়ক এটি।

সড়কটির ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ভুক্তভোগী বড়ালী গ্রামের সহিদ উল্লা বলেন, দীর্ঘ সময়েও রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া না লাগায় আমাদের চলাচল করতে কী পরিমাণ কষ্ট ভোগ করতে হচ্ছে তা বলে কাউকে বুঝাতে পারবো না। সিএনজি অটোরিঙ্া চালক রূপসা এলাকার জসিম উদ্দীন বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চলাতো দূরের কথা হেঁটে চলাচল করাও কষ্টকর। ফরিদগঞ্জ থেকে রূপসা যেতে হলে বাধ্য হয়ে আমাদেরকে বিকল্প রাস্তা হিসেবে ঝুঁকি নিয়ে গাব্দেরগাঁও এলাকার একটি সরু রাস্তা ব্যবহার করতে হয়।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার জানান, সড়কটি সংস্কারের জন্যে চলতি মাসের ১৯ ডিসেম্বর টেন্ডার ড্রপিং হবে। এমপি মহোদয় ওই রাস্তটি জনস্বার্থে দ্রুত সংষ্কারের জন্যে নির্দেশনাও দিয়েছেন। তবে কবে নাগাদ সড়কটির সংস্কার কাজ শুরু হবে তা সুস্পষ্ট করে কেউই বলতে পারছে না।

এদিকে ফরিদগঞ্জ-রূপসা সড়কের দুরবস্থার কথা স্বীকার করে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, সড়কটি সংস্কারের জন্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে দ্রুত কাজ শুরু করতে ব্যক্তিগতভাবে আমি একাধিকবার ঢাকায় গিয়ে স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলীর সাথে কথা বলেছি। আগামী ১৯ ডিসেম্বর ওই সড়কের কাজের টেন্ডার ড্রপিং হবে। আশা করি সড়কটির সংস্কার কাজ সহসাই শুরু করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর