ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

বিতর্কের মাধ্যমেই একজন শিক্ষার্থী তার মেধাকে শাণিত করতে পারে

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বলেছেন, বিতর্কের মাধ্যমেই একজন শিক্ষার্থী তার মেধাকে শাণিত করতে পারে। তাই বিতর্কের প্রতি আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, বিতর্ক নিয়ে প্রতিপক্ষকে সর্বোচ্চ শ্রদ্ধা করে যৌক্তিক, গঠনমূলক ও প্রজ্ঞাপূর্ণ বিতর্ক করতে হবে। তিনি আরো বলেন, বিতর্কের মাধ্যমে আগামীদিনের নেতৃত্ব তৈরি হয়। যৌক্তিকভাবে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার কৌশল হলো বিতর্ক। সুনাগরিক হওয়ার জন্যে বিতর্ক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


মতলব দক্ষিণ পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন লিটন বলেন, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন জেলাব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে বলেই আজ চাঁদপুরে বিতর্ক এতোটা সমৃদ্ধ। বিতর্ক জ্ঞানের বিকাশ ঘটায়। আজকের বিতার্কিকদের মাঝে আগামীদিনের নেতৃত্ব লুকিয়ে আছে। তিনি আরো বলেন, বিতার্কিকরা জিপিএ-৫-এর পেছনে না দৌড়িয়ে মেধার পেছনে দৌড়ায়। বিতার্কিকদের উপস্থাপনায় আমাদের শিক্ষণীয় অনেক দিক রয়েছে। বিতার্কিকদের পরাজয় নেই, বিতর্ক হারে না। বিতর্কে নিজের বক্তব্য ও যুক্তি ধারালোভাবে উপস্থাপন করা যায়। এছাড়া বিতর্কের মূল্যবোধের মধ্যে রয়েছে মত প্রকাশের স্বাধীনতা।


গতকাল ২৬ জানুয়ারি শনিবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে একাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার মতলব দক্ষিণ উপজেলার প্রান্তিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আওলাদ হোসেন লিটন এ কথাগুলো বলেন। সকাল ৮টায় শুভ উদ্বোধন করেন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু।


চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি অধ্যাপিকা আইনুন্নাহার কাদরীর সভাপ্রধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিকেডিএফ চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট ইলেক্ট ও ফাউন্ডেশনের সদস্য রোটাঃ মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিকেডিএফ মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির।


উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৮টায় শুরু হয়। প্রান্তিক পর্বে প্রাথমিক পর্যায়ের 'শিক্ষিত বাবার চেয়ে শিক্ষিত মা অধিক জরুরি' বিষয়ে মতলব ক্যামব্রিয়ান স্কুলকে পরাজিত করে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সিদ্রাতুল মুনতাহা বিন্তি। 'আজকের শিশুরা অতীতের শিশুদের চেয়ে ভাগ্যবান' বিষয়ে ডিউ ড্রপ্স ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির দলপ্রধান ফাইজা তাসনিম।


একইদিন দুপুরে প্রাথমিক পর্যায়ে অভিযাত্রা পর্বে 'টেলিভিশন দেখার চেয়ে বই পড়ে অধিক জ্ঞানার্জন করা যায়' বিষয়ে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি জয়লাভ করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল বিজিত হয়ে উপজেলা পর্যায়ে রানার্সআপ হয়।


কলেজ পর্যায়ে প্রান্তিক পর্বে 'উন্নয়ন সূচকে আজকের বাংলাদেশই সর্বকালের সেরা বাংলাদেশ' বিষয়ে মতলব সরকারি ডিগ্রি কলেজ জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় মতলব সরকারি ডিগ্রি কলেজের ২য় বক্তা সুমাইয়া। 'যোগ্য নেতার মানদ- তার সাফল্যে নয়, যোগ্য উত্তরসূরি তৈরিতে' বিষয়ে রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজ জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় জান্নাত আক্তার।
একইদিন দুপুরে কলেজ পর্যায়ে অভিযাত্রা পর্বে 'ডাক্তারের চেয়ে শিক্ষকের পেশা অধিক মহান' বিষয়ে মতলব সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন ও রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজ রানার্সআপ হয়।


মাধ্যমিক পর্যায়ে 'বাঙালির সংগ্রামে নারীর অবদান পুরুষের চেয়ে অধিক' বিষয়ে লিটল স্কলার্স একাডেমি জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা হয় লিটল স্কলার্স একাডেমির প্রথম বক্তা অর্পিতা দাস। 'উন্নত বাংলাদেশ নির্মাণে জনগণের চেয়ে সরকারে ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ' বিষয়ে কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল জয়লাভ করে। 'শিক্ষার সার্থকতা কর্মজীবনে নয়. সমাজজীবনেই অধিক' বিষয়ে বহরী উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। 'তারুণ্যের কাছে সততা নয়, দেশপ্রেমই মুখ্য হওয়া উচিত' বিষয়ে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।


মাধ্যমিকে অংশগ্রহণকৃত ৮টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম সেরা ও লিটল স্কলার্স একাডেমি দ্বিতীয় সেরা হয়।
সমাপনী অনুষ্ঠানে আইনুন্নাহার কাদরীর সভাপ্রধানে ও রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি ও মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এম এ আজিজ বাবুল, সিকেডিএফ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সহ-সভাপতি ও বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি মোঃ সামীম আহমেদ খান।


বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি ও সিকেডিএফ মতলব দক্ষিণ উপজেলা শাখার সদস্য রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, সদস্য রোটাঃ মোঃ মনির হোসেন প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, ইত্তেফাক প্রতিনিধি ও সিকেডিএফ সদস্য মোঃ আকতার হোসেন, সিকেডিএফের সহ-সভাপতি আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার কাদরী, কোষাধ্যক্ষ নাজির হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সিকেডিএফ মতলব দক্ষিণ উপজেলা শাখার সদস্যবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


পরবর্তী বিতর্কে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল, লিটল স্কলার্স একাডেমি, বহরী উচ্চ বিদ্যালয়, মতলব সরকারি ডিগ্রি কলেজ ও স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি চাঁদপুরে অগ্রযাত্রা পর্বে অংশগ্রহণ করবে।
প্রাথমিক ও কলেজ পর্যায়ে উপজেলায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে সনদপত্রসহ ক্রেস্ট উপহার দেয়া হয় এবং বিতার্কিকদেরকেও পুরস্কার ও সনদপত্র দেয়া হয়।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর