ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিক যা করা উচিত

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

বিদ্যুৎ এমনই এক শক্তি যা সমগ্র পৃথিবীকে আলোকিত করেছে, যেদিন থেকে মানুষ এই শক্তিকে নিজের আয়ত্বে এনেছে, সূচনা হয়েছে মানব সভ্যতার নতুন অধ্যায়। মানবদেহ বিদ্যুৎ সুপরিবাহী। আমাদের সবার জানা বিদ্যুৎ প্রবাহ দুই ধরনের একটি হচ্ছ AC এবং অপরটি DC বিদ্যুৎ প্রবাহ।

AC বিদ্যুৎ প্রবাহ আকর্ষণ করে এটা মারাত্মক এবং DC বিদ্যুৎ প্রবাহ ধাক্কা মেরে ফেলে দেয়। বিদ্যুৎ প্রবাহ রয়েছে এমন খোলা তার বা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তাই সহজেই দেহে বিদ্যুতায়ন হতে পারে। প্রচলিত ভাষায় যাকে বলা হয় কারেন্ট শক বা বিদ্যুৎস্পৃষ্ট। এ কারেন্ট শক বা বিদ্যুৎস্পৃষ্ট জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। অধিকাংশ বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনা ঘটে অসতর্কতা থেকে।

তাই ইলেকট্রিক দুর্ঘটনার ব্যাপারে জানা থাকা খুব জরুরি। একটু সচেতনতা অনেক সময় অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে আপনাকে বা আপনার প্রিয়জনকে।

কিছু সতর্কতা:

যেকোন বৈদ্যুতিক কাজ করার আগে নিশ্চিত হয়ে নিতে হবে সেখানে সংযোগ আছে কি না।

খালি পায়ে মাটিতে বা ফ্লোরে দাঁড়িয়ে বৈদ্যুতিক কাজ করা থেকে বিরত থাকতে হবে।

হাই ভোল্টেজ লাইনে কাজ করার আগে লাইনকে নিউট্রাল করে নিতে হবে।

ফ্যানের ক্যাপাসিটর ডিসচার্জ না করে স্পর্শ করা উচিত নয়।

বৈদ্যুতিক সংযোগ থাকা আবস্থায় কোন ক্রমেই বৈদ্যুতিক যন্ত্রাংশ (দূরদর্শন, মোবাইল, কম্পিউটার ইত্যাদি) মেরামত করতে যাওয়া উচিত নয়।

রেফ্রিজারেটরের রং উঠে যাওয়া জায়গা স্পর্শ করা উচিত নয়।

ইস্ত্রী ব্যবহারের আগে নিশ্চিত হতে হবে এটি বিদ্যুতায়িত হয়নি।

যেকোন বৈদ্যুতিক সংযোগ দেয়ার আগে সুইচ বন্ধ করে নিতে হবে। ইত্যাদি কাজ মোটামুটি ভাবে আপনাকে নিরাপদ রাখতে সাহায্য করবে।

তাৎক্ষণিক আপনার করণীয়:

উত্তেজিত হওয়া যাবে না, কেননা উত্তেজনাবশত আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে আপনারও বিদ্যুৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা বিদ্যুৎ প্রবাহ দেখা যায় না। এজন্য ভারি সেন্ডেল পায়ে শুকনা বাঁশ বা কাঠ দিয়ে সেটা সরিয়ে দিন। বিদ্যুতায়িত অবস্থায় সরাসরি তাকে ধরতে যাবেন না। না হলে আপনিও বিপদে পড়তে পারেন।

বৈদ্যুতিক সুইচ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে।

সুইচ বন্ধ করা সম্ভব না হলে শুকনো খবরের কাগজ, উলের কাপড়, শুকনো কাঠের টুকরো অথবা রাবার দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বৈদ্যুতিক উৎস হতে ধাক্কা মেরে আলাদা করতে হবে।

ধাক্কা দেয়া বা সুইচ বন্ধ করা সম্ভব না হলে দ্রুত বিদ্যুৎ অফিসে খবর দিতে হবে।

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শরীর (বুক, পিঠ, হাত-পায়ের তালু, ঘাড় ইত্যাদি) মালিস করলে রক্ত চলাচলে সহায়তা হয়।

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির গলা, বুক এবং কোমরের কাপড় ঢিলা করে দিতে হবে। দ্রুত তাকে বালিশ ছাড়া মাটিতে শুইয়ে দিন। এতে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যাবে।

মুখ, নাকে কোন ময়লা, থু থু আছে কিনা বা জিহ্বা উল্টে গেছে কিনা দেখে নিন। থাকলে হাতের কাছে যাই পান (কাপড়) দিয়ে পরিস্কার করে দিন, জিহ্বা উল্টে থাকলে মুখে আঙ্গুল ঢুকিয়ে তা সোজা করে দিন। এরপর দুই চোয়ালের মাঝে দুই দিকে চাপ দিয়ে মুখ খোলা অবস্থায় মুখে মুখ লাগিয়ে ফুঁ দিতে থাকুন (আর্টিফিসিয়াল ব্রিদিং, মাউথ টু মাউথ)। প্রতি মিনিটে আনুমানিক ২০ বার।

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির হৃদপিণ্ড সঞ্চলন বন্ধ হয়ে গেছে বলে মনে হলে দ্রুত তার বুকের উপর জোরে জোরে চাপ দিতে হবে। ডাক্তারি ভাষায় একে বলা হয় (CPR)

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির শ্বাস বন্ধ হয়ে গেলে কৃত্রিমভাবে শ্বাস দেয়ার ব্যবস্থা করতে হবে যতক্ষণ না হাসপাতালে পৌঁছানো সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত।

রোগীকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করত হবে।

যা করা যাবে না:

আক্রান্ত ব্যক্তিকে ইচ্ছেমত লাঠি দিয়ে প্রহার।

বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ঝাঁপিয়ে পড়ে রক্ষা করার চেষ্টা করা।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর