ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯  

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে নড়াইলের পাড়া মহল্লায় নির্মাণ করা হয়েছে অস্থায়ী শহীদ মিনার। শিশু কিশোররা ইট  ও কলাগাছ দিয়ে এসব শহীদ মিনার নির্মাণ করেছে।২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে পাড়া-মহল্লাবাসী ও শিশু-কিশোরা এসব শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। অনেকে আবার সকালেও শ্রদ্ধা নিবেদন করবেন। 

সাংস্কৃতিক কর্মী মহিউদ্দিন বলেন, নড়াইল শহরের মহিষখোলা, আলাদাতপুর, ভওয়াখালী, কুড়িগ্রাম, ভাদুলীডাঙ্গা, মাছিমদিয়া, বরাশুলা, বাহিরডাঙ্গা, শহর সংলগ্ন কমলাপুর, শিখালী, সিমাখালী, মুলিয়া, বাঁশভিটা, সীতারামপুর, তুলারামপুর, মালিয়াট,  গুয়াখোলা, গোবরা, কলোড়া, চালিতাতলা, কুুড়ুলিয়া, নলদী মিঠাপুরসহ জেলার তিনটি উপজেলার অধিকাংশ গ্রামে একাধিক অস্থায়ী শহীদ মিনার তৈরি হয়েছে। সব মিলিয়ে অন্তত তিন হাজারের অধিক এসব শহীদ মিনার তৈরি হয়েছে।

 

 

পৌরসভার মহিষখোলা সিটি কলেজ পাড়ার ইমন ও তানভীর বলেন, তাদের মহল্লায় কোনো শহীদ মিনার না থাকায় ইট দিয়ে শহীদ মিনার তৈরি করেছে। রাত ১২টা ১ মিনিটের সময় শিশুসহ বিভিন্ন বয়সীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, ডিম সংগ্রহ করেছে। তা দিয়ে রাতে খিচুরি রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে।

পৌরসভার ভওয়াখালী এলাকার স্কুল ছাত্র শিশির, রোজিনা আরকিনা খানম বলেন, তারা ইট দিয়ে একটি শহীদ মিনার তৈরি করেছে। গত ৬/৭ বছর ধরে ইট দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান। সাউন্ডবক্স ভাড়া করে এনে দেশাত্মবোধক গান শোনার পাশাপাশি পিকনিকের আয়োজন করা হয়। এ ধারা অব্যাহত রাখতে চায় তারা।

শহর সংলগ্ন কমলাপুর এলাকার সঞ্জীব সরকার বলেন, তাদের গ্রামের বিভিন্ন পাড়ায় ও গুরুত্বপূর্ণ স্থানে একাধিক শহীদ মিনার তৈরি হয়েছে। শিশু কিশোরদের আয়োজনে ব্যতিক্রম এই উদ্যোগ প্রশংসার দাবিদার। 

লোহাগড়া উপজেলার নলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা চ্যাটার্জী বলেন, ভাষা শহীদদের স্মরণে  প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজন থাকলেও  গ্রামের শিশুরা তাদের আবেগ মিশিয়ে শহীদ মিনার তৈরি করেছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এমন আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে তাদের মধ্যে ভাষা দিবস ও শহীদদের শ্রদ্ধা ও দেশপ্রেম অটুট থাকবে। 

গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী আসাদ রহমান বলেন, বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে ধারণা করা যায় জেলায় অন্তত তিন হাজার অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করবেন।

প্রতিটি পাড়া মহল্লায় ভাষা শহীদদের স্মরণের মধ্য দিয়ে সাধারণ মানুষসহ পরবর্তী প্রজন্মের মাঝে ভাষা দিবসের তাৎপর্য ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা সকলের। 

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর