ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

শঙ্কামুক্ত তারা

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ৪ মে ২০১৯  

একুশে পদকপ্রাপ্ত নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন। টানা ১৮ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেয়া হয় গুণী এই শিল্পীকে। সেখানে নেয়ার চার দিনের মাথায় শুক্রবার চোখ মেলেছেন সুবীর নন্দী।

আরেক কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান ২৬ এপ্রিল (শুক্রবার) রাতে অসুস্থবোধ করলে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হঠাৎ করেই তার রেচন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। শনিবার তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং রোববার সকালে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারো লাইফ সাপোর্টে রাখা হয়।  তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে গতকাল সকালে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। শুক্রবার দুপুরের এ তথ্য জানান ডা. রবিউল হালিম।

এদিকে, সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী বলেন, শুক্রবার সকালে চিকিৎসকেরা আমাকে বলেছেন, বাবুর (বাবা সুবীর নন্দীকে বাবু বলেই ডাকেন) জ্বর নিয়ন্ত্রণে এসেছে। এমআরআই করার কথা রয়েছে। সবার কাছে বাবুর জন্য দোয়া চাই। 

বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি। গতকাল দুপুরে সামন্ত লাল সেন বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দীর মস্তিষ্কের কাজ করা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। শুনলাম, ব্রেন আস্তে আস্তে কাজ করছে। চোখ মেলেছেন। পরিচিতজনদের চিনতে পারছেন এবং কান্নাকাটি করছেন। তার মানে, সুবীর নন্দীর আবেগ-অনুভূতি কাজ করছে। 

এর আগে সুবীর নন্দীকে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সামন্ত লাল সেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সুবীর নন্দীর ব্যাপারে আলোচনা হয়। তিনি তার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন। 

সুবীর নন্দী গেল ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ঢাকায় ফিরতে ট্রেনে ওঠার জন্য বিকালে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়লে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। ১৪ এপ্রিল রাত ১১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়। 

অন্যদিকে, শুক্রবার বেলা ১১টায় এটিএম শামসুজ্জামানের লাইফ সাপোর্ট খুলে দেয়ার পর এখন স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে পারছেন। তাকে স্বাভাবিক খাবার দেয়া হচ্ছে। তবে চিকিৎসকেরা বরেণ্য এ অভিনেতাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। এমনটাই জানিয়েছেন তার মেজো মেয়ে কোয়েল আহমেদ। 

গত বৃহস্পতিবার শোনা গেছে, উন্নত চিকিৎসার জন্য এটিএম শামসুজ্জামানকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তার পরিবারের সদস্যরা। এ ব্যাপারে কোয়েল আহমেদ বলেন, মনে হচ্ছে তার প্রয়োজন হবে না। কারণ এখানেই বাবার ভালো চিকিৎসা হচ্ছে। আর চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। তার অবস্থার উন্নতি হয়েছে।

বর্তমানে ৭৮ বছর বয়সী এটিএম শামসুজ্জামান আজগর আলী হাসপাতালে  অধ্যাপক রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর