খালেদা জিয়ার হাতে তালিকা, বহিষ্কৃত হচ্ছেন অনেকেই!
দৈনিক চাঁদপুর
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০
২৫ মাস সাজা ভোগের পর সরকারের মহানুভবতায় শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ২৫ মার্চ মুক্তির পর থেকে অদ্যাবধি তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া অন্য কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না বলে জানা গেছে। এমনকি নিজের পুত্র লন্ডনে পলাতক তারেক রহমানের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। তিনি যখন ফোন করেন, বেশিরভাগ সময়ই খালেদা বিভিন্ন অজুহাতে তাকে এড়িয়ে যান।
জানা গেছে, মূলত কারামুক্তিতে কোন ভূমিকা না রাখার কারণে দলীয় নেতাদের সাথে এমন আচরণ করছেন বেগম জিয়া। বেগম জিয়া মনে করেন, ব্যর্থ নেতৃত্বের কারণে তাকে এতোদিন জেলে থাকতে হয়েছে। তাই ব্যর্থ নেতাদের দল থেকে বিদায় করতে একটি তালিকা তৈরি করেছেন বিএনপি চেয়ারপারসন। এই তালিকায় উঠে এসেছে-কারা তার মুক্তির বিরুদ্ধে ছিল এবং কার কি ভূমিকা ছিল। আর কারাই বা সরকারের থেকে বিভিন্ন উপায়ে সুবিধা নিয়েছেন-এর উপর ভিত্তি করে করোনা সংকট কাটলেই তিনি একাধিক নেতাকর্মীকে বহিষ্কার করবেন বলে জানা গেছে।
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, কারামুক্তির পর থেকে খালেদা জিয়া লন্ডনে পলাতক জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এড়িয়ে চলছেন। এমনকি তার সঙ্গে কথোপকথনও প্রায় বন্ধ করে দিয়েছেন। যা এক/দু’বার কথা হয়েছে, তা ছিল সৌজন্যতা বিনিময়ের পর্যায়েই। এমতাবস্থায় খালেদা আস্থা রেখেছেন নিজের ঘনিষ্ঠ সহচর ও দলের মহাসচিব মির্জা ফখরুলের উপর। তিনি নিজের ছোট ভাই শামীম ইস্কান্দার ও ফখরুলের সঙ্গে মিলে একটি দীর্ঘ তালিকা তৈরি করেছেন। যেখানে তিনি জেলে থাকাকালীন সময়ে যেসব নেতাকর্মীরা সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে সুবিধা নিয়েছেন এবং তাকে জেলে রাখতে বিশেষ মহলের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন-তাদের নাম উঠে এসেছে। করোনাভাইরাসের এই দুর্যোগময় পরিস্থিতি কেটে গেলে তালিকা ধরে এসব নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় নেত্রী ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে জানতে বাংলানিউজ ব্যাংকের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিএনপির তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি এই প্রতিবেদককে বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে কী কথা হয়েছে, তা বাইরে বলতে নিষেধ রয়েছে। তাই আপনারা অযথা জানতে চাইবেন না, কারণ আমি বলতে পারবো না। আমার জবানের একটা দাম আছে। তাছাড়া এটা বিশ্বাসযোগ্যতারও একটা ব্যাপার। ম্যাডাম (খালেদা জিয়া) বিশ্বাস করে আমার সঙ্গে কিছু ব্যাপারে আলাপ করেছেন এবং সিদ্ধান্তেও পৌঁছেছেন-যা সময়ের সঙ্গে সঙ্গে সবাই জানতে পারবেন। তাই ধৈর্য ধরাটাই বুদ্ধিমানের কাজ হবে।
দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর অনৈক্যর সুর। এ কারণে দলটির নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসনের মুক্তি নিয়েও বাণিজ্য করে, তাকে জেলে রাখবার ফন্দিফিকির করে। এ থেকে সহজেই অনুমেয়, দলটির রাজনৈতিক মতাদর্শে কতোটা গলদ আছে এবং সেই আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীরা কতোটা আত্মপরায়ণ। যার কারণেই আজ তাদের দল থেকে বহিষ্কৃত হতে হচ্ছে!
- ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ক্রোয়েশিয়া
- দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার
- মোংলা বন্দরের নতুন চ্যানেল নির্মাণ সম্পন্ন
- আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে
- গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
- দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা
- স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা
- কর্মস্থল ত্যাগকারীদের তালিকা চায় মন্ত্রণালয়
- ‘মধ্যবিত্তদেরও খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে’
- আজ থেকে চালু হচ্ছে মালবাহী ট্রেন
- চালু হলো দেশের প্রথম বেসরকারি আরটি পিসিআর ল্যাব
- করোনার আতঙ্কেও এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ
- উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার
- করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ
- হাওরে প্রায় ৩ লাখ ২৫ হাজার শ্রমিক ধান কাটছেন: কৃষিমন্ত্রী
- ময়মনসিংহে করোনা রোগীদের জন্য স্বেচ্ছাসেবক লীগের ৫টি অ্যাম্বুলেন্স
- করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন
- বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা
- মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে
- করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে
- ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- সুখবর আসছে ব্যাংক সুদে
- গুগল ম্যাপের বিকল্প আনলো হুয়াওয়ে
- অভিনেতা ইরফান খান মারা গেছেন
- ঘরে থাকা সাত জিনিস ফুসফুসের জন্য ক্ষতিকর
- ফ্রিজে ২৮ দিন বাঁচে সার্স-কভ ভাইরাস! জীবাণুমুক্ত করার উপায়
- করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায়
- শিগগিরই সবার জন্য উন্মুক্ত হচ্ছে মক্কা-মদিনা
- ১৫ মে পর্যন্ত সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিল বিমান বাংলাদেশ
- ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ নির্মাণ কাজ অব্যাহত রাখার নির্দেশ