ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১ ১৪৩১

  • || ০৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

১১ দিনে নৌ-পথে চাঁদপুরে এসেছেন ২ হাজার মানুষ

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

চাঁদপুরে করোনা রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ব্যাপক তৎপর হওয়ায় গত ৯ এপ্রিল পর্যন্ত জেলায় একজনও করোনায় আক্রান্তের সংবাদ পাওয়া যায়নি।

কিন্তু, করোনার ব্যাপারে নৌপুলিশ চাঁদপুরের নৌ-সীমানায় কোনো প্রকার প্রতিরোধের ব্যবস্থা না করায় করোনা আক্রান্ত পার্শ্ববর্তী একটি জেলা থেকে গত ১১ দিনে প্রায় ২ হাজার মানুষ নৌপথে চাঁদপুরের মতলব দিয়ে প্রবেশ করেছেন।

ইতোমধ্যে চাঁদপুরে চার জনের করোনা ধরা পড়েছে। শনিবার চাঁদপুর সদরের রামপুরে করোনা উপসর্গ নিয়ে এক যুবক তার শশুর বাড়িতে মারা যান। এতে চরমভাবে আতঙ্কিত হয়ে পড়ে জেলাবাসী।

তবে চাঁদপুরের পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় যখন লকডাউন চলছে তখন থেকে চাঁদপুরে লোকজনের প্রবেশের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়। এটি জেলা প্রশাসনের নজরে আসলে তারা তালিকা তৈরি করে। তালিকা অনুয়ায়ী পুরো জেলায় হাজারের বেশি মানুষকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

কিন্তু, এতো ঘটনার পরও নৌপুলিশ কোনোই ব্যবস্থা নেয়নি। অবশেষে তারা চাঁদপুর জেলায় জন-প্রবেশ ঠেকাতে কাজ শুরু করেছে।
চাঁদপুর নৌপুলিশ সুপার মো. জামশেদ আলী বলেন, ‘চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করার পর থেকেই নৌপুলিশ নদী পথে তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে। যাতে অন্য কোনো জেলা থেকে চাঁদপুরে কেউ আর না আসতে পারে।’

তিনি বলেন, ‘আগে থেকে ঘোষণা করা হলে এমনটা হতো না। এখন থেকে চাঁদপুর নদী সীমানায় ও অভ্যন্তরে আমাদের তিনটি লঞ্চ কাজ করবে। এর মধ্যে একটি লঞ্চ চাঁদপুরের লগ্গিমারা চর এলাকায় অবস্থান করবে। আরেকটি পদ্মা-মেঘনা নদীতে টহল দিবে।’
এই সংকট মোকাবেলায় নদীপথের পাশাপাশি স্থলপথেও পাহারা জোরদার করা হবে বলে যোগ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, এখনো ঢাকা, নারায়ণঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা থেকে লোকজন চাঁদপুরে প্রবেশ করছে। নৌপুলিশ তাদের প্রবেশ ঠেকাতে কোনো কাজ করছে না।

তবে নৌপুলিশ জাটকা ইলিশ রক্ষায় কাজ করছে বলে জানান স্থানীয়রা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘আমরা বাঁচলে ইলিশ খেতে পারবো। এখন নৌপুলিশের উচিত ইলিশ রক্ষার চেয়ে মানুষকে করোনার ছোবল থেকে রক্ষায় কাজ করা।’

একই সঙ্গে কোস্টগার্ডকেও চাঁদপুরবাসীকে করোনার সংক্রমণ থেকে রক্ষায় নদীপথে আরও টহল বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।