ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৭ ১৪৩১

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

ছোট ব্যবসায়ীদের দেওয়া হবে ২ শতাংশ সুদে ঋণ

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোট ব্যবসায়ীদের ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। তিনি বলেন, ‘মানুষের কাজ নেই। বিশেষ করে একেবারে নিম্ন আয়ের লোক, এমনকি ছোটখাটো কাজ করে যারা খায় তাদের কষ্ট আমরা জানি। ছোটখাটো ব্যবসা যারা করে, কৃষিকাজ যারা করে তাদের কথা চিন্তাভাবনা করে প্রণোদনা দিয়েছি। সেখান থেকে এক লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। মাত্র ২ শতাংশ ইন্টারেস্টে আমরা এই টাকাটা দিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, আর যারা ঋণ নিয়ে করোনাভাইরাসের কারণে দিতে পারেননি তাঁদের এখনই সুদ পরিশোধ করতে হবে না। এ নিয়ে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে বসবেন। শেখ হাসিনা বলেন, ‘এ মুহূর্তে সবচেয়ে বড় কাজ মানুষকে বাঁচিয়ে রাখা এবং মানুষের জীবন ও জীবিকার পথ উন্মুক্ত রাখা। এ জন্য আস্তে আস্তে লকডাউন শিথিল করে দিচ্ছি। পর্যায়ক্রমে সব কিছু যাতে স্বাভাবিক হয়ে যায় সেদিকে নজর দিচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজশাহী বিভাগের আটটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন। সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স শুরু হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার সঙ্গে যুক্ত ছিল এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সব জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জন, নার্স, সেনা সদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় আড়াই ঘণ্টার এই ভিডিও কনফারেন্সে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সর্বশেষ ২০ এপ্রিল ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আটটি জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা ভিডিও কনফারেন্স করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রয়োজনে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি বলেন, ‘স্কুলসহ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবে না। প্রয়োজনে অন্তত আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ সব কিছু বন্ধ থাকবে। দেখা যাক করোনাভাইরাস কী হয়। যখন এটা (করোনাভাইরাস) থামবে তখন আমরা খুলব।’

কৃষিই মানুষকে বাঁচাতে পারে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান মহামারির পরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁর আশঙ্কা গোটা বিশ্ব দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। এ পরিস্থিতির মোকাবেলায় করণীয় প্রসঙ্গে তিনি বলেন, ‘মহামারি করোনাভাইরাসের পর যে দুর্ভিক্ষ দেখা দেবে তা থেকে একমাত্র কৃষিই মানুষকে বাঁচাতে পারে।’ তিনি বলেন, ‘আমাদের খাদ্যের যেন সমস্যা না হয়, তাই ধান ওঠার পরপরই যেন ফসল আমরা ফলাতে পারি, কেউ যেন এক টুকরো জমিও ফেলে না রাখে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। তরিতরকারি, ফলমূল যে যা পারেন উৎপাদন করবেন।’ যাদের পোল্ট্রি ও ডেইরি ফার্ম আছে তাদের মুরগি, ডিম-দুধ অল্প দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দেওয়া হবে : করোনাভাইরাস চিকিৎসায় নতুন করে দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনাভাইরাসের চিকিৎসা করার জন্য বিশেষভাবে নতুন দুই হাজার ডাক্তার নিয়োগ দেব। যারা ইতিমধ্যে বিসিএস পরীক্ষা দিয়ে রয়ে গেছে, তাঁদের আমরা নিচ্ছি। আর ছয় হাজার নার্সও আমরা নিয়োগ দেব। এটার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি নিজে মিটিং করে সব ঠিকঠাক করে দিয়েছি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা প্রত্যেক জেলায় একটি হাসপাতালে আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ব্যবস্থা করব।’

ভিক্ষুক নাজিম উদ্দিনের প্রশংসা : করোনাভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা দান করা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নাজিম উদ্দিনের প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘শেষ সম্বলটুকু দান করে তিনি (নাজিম উদ্দিন) বিশ্বে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের মানুষের মধ্যে এখনো এই মানবতাবোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি বিত্তশালীরা হা-হুতাশ করেই বেড়ায়।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে তার ভিক্ষা পাওয়া মুশকিল। তার পরও সে চিন্তা করেনি। শেষ সম্বলটুকু সে দান করে গেছে। এই টাকা দিয়ে জামা কিনতে পারত, ঘরের খাবার কিনতে পারত। তার জন্য সে অনেক কিছু করার চিন্তা করতে পারত। কিন্তু সে তা করেনি।’

রূপপুর প্রজেক্টের কেউ এলে কোয়ারেন্টিন : পাবনার সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন, রূপপুর প্রজেক্টে কর্মরতরা চলে গিয়ে আবার এসেছেন। তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। রাশিয়ায় আবার নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ জন্য রূপপুর প্রজেক্টে যাঁরা আসবেন তাঁদের আগে কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে হবে। কোয়ারেন্টিন শেষ হলে তাঁদের কাজে লাগাতে হবে।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর