ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

পরবর্তী সৌদি বাদশাহ হচ্ছেন প্রিন্স আহমেদ?

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিকভাবে প্রতিবাদের মুখে সৌদি রাজপরিবারের বেশ কয়েক সদস্য মোহাম্মদ বিন সালমানকে সিংহাসনে আরোহন থেকে প্রতিরোধ করতে ওঠেপড়ে লেগেছেন। সেক্ষেত্রে সিংহাসনে বসতে পারেন বাদশাহ সালমানের একমাত্র আপন ভাই প্রিন্স আহমেদ।

 

সৌদি রাজপরিবারের তিন সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

শক্তিশালী আল সৌদি পরিবারের একটি শক্তিশালী শাখার কয়েক ডজন রাজপুত্র ও তাদের ভাইয়েরা সিংহাসনের উত্তরসূরির সারিতে একটা পরিবর্তন দেখতে চান।

 

কিন্তু যুবরাজের বাবা ৮২ বছর বয়সী সালমান বিন আবদুল আজিজ আল সৌদি জীবিত থাকাকালে এটি কার্যকর হবে না বলে তারা মনে করেন। কারণ তারা দেখতে পেয়েছেন, কোনোভাবেই নিজের সন্তানের প্রতিকূলে যাবেন না বাদশাহ।

 

সালমান বিন আবদুল আজিজের মৃত্যুর পরেই এ পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বলে রাজপরিবারের সদস্যরা আলোচনা করেছেন।

 

সূত্র জানায়, সে ক্ষেত্রে বাদশাহ সালমানের ভাই ও যুবরাজের চাচা প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ সিংহাসনে বসতে পারেন।

 

বাদশাহ সালমানের একমাত্র জীবিত আপন ভাই হচ্ছেন প্রিন্স আহমেদ। পশ্চিমা পরাশক্তিগুলো, নিরাপত্তা সংস্থা ও রাজপরিবারের সদস্যদের তার প্রতি সমর্থন রয়েছে।

 

প্রায় আড়াই বছর দেশের বাইরে থাকার পর এই অক্টোবরে দেশে ফিরেছেন আহমেদ। লন্ডনের বাসভবনের বাইরে সৌদি রাজতন্ত্রের পতনের দাবিতে বিক্ষোভের সময় প্রতিবাদকারীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি সৌদি নেতৃবৃন্দের সমালোচনা করেন।

 

২০১৭ সালে সৌদি আরবের হাইয়াত আল বাইয়াত বা আনুগত্য পরিষদের তিন ব্যক্তি সিংহাসনের উত্তরসূরি হিসেবে মোহাম্মদ বিন সালমানের বিরোধিতা করেন। প্রিন্স আহমেদ তাদেরই একজন।

 

তবে এ বিষয়ে কথা বলতে প্রিন্স আহমেদ কিংবা তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।

 

জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও প্রিন্স আহমেদকে সমর্থন দেয়ার ব্যাপারে সৌদি উপদেষ্টাদের কাছে আভাস দিয়েছেন। গত ৪০ বছর ধরে সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন আহমেদ।

 

সৌদি সূত্র জানায়, তারা আত্মবিশ্বাসী যে এমবিএস নামে পরিচিত যুবরাজ মোহাম্মদের নেয়া সামাজিক ও অর্থনৈতিক সংস্কারে পরিবর্তন কিংবা বিরুদ্ধে যাবেন না প্রিন্স আহমেদ। এমনকি বর্তমান সৌদি সামরিক ক্রয় চুক্তির প্রতি সম্মান দেখাবেন ও পারিবারিক বন্ধন ফিরিয়ে আনতে তিনি কাজ করবেন।

 

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেন, আইনপ্রণেতাদের কাছ থেকে চাপ সত্ত্বেও যুবরাজের সঙ্গে দূরত্ব বাড়াতে তাড়াহুড়ো করবে না হোয়াইট হাউস।

 

কর্মকর্তারা বলেন, হোয়াইট হাউস দেখেছে- রিয়াদে সোমবার সুরা কাউন্সিলের ভাষণে নিজের ছেলের পক্ষেই দাঁড়িয়েছেন সালমান। কারণ পুরো ভাষণে তিনি খাশোগি হত্যার ঘটনার কথা উল্লেখ করেননি।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন- খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সিআইয়ের মূল্যায়ন অপরিপক্ব, তবে সম্ভব হতে পারে। ট্রাম্প বলেন, তিনি মঙ্গলবার এ ব্যাপারে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়েছেন।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর