ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

ফরিদগঞ্জে এ প্রথম শুরু হয়েছে ফুলের চাষ

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

ধান চাষের চেয়ে ফুলের চাষ লাভজনক, তা ভেবে দুই বন্ধু মিলে প্রায় ৩০ শতাংশ জায়গায় প্রায় দুই লাখ টাকা পুঁজি খাটিয়ে ফুলের চাষ শুরু করেছে। প্রতিদিনই ফুলের বাগান সাজানো নিয়ে এখন ব্যস্ত সময় পার করছে দু বন্ধু মোঃ রিপন ও আনোয়ার। এ ফুলের চাষ হচ্ছে ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামে।

 


এদিকে ফরিদগঞ্জে এ প্রথম ফুলের চাষের খবর পেয়ে প্রতিদিনই ওই দুই বন্ধুর সাজানো ফুলের বাগানে ফুলের চাষ দেখতে উৎসুক জনতা ভিড় করছে। এ বাগানের নাম দেয়া হয়েছে আনোয়ার নার্সারী। গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি সরজমিনে আনোয়ারের নার্সারী পরিদর্শন করে তিনি এখান থেকে বেশ কটি ফুলের চারা ক্রয় করে নেন।

 


বৃহস্পতিবার সরজমিনে এ ফুলের বাগানের পাশে গেলে বিভিন্ন ফুলের সুবাস ভেসে আসতে থাকে নাকে। ফুলের গন্ধে মৌ মৌ করছে পুরো এলাকা। দূর থেকে এ ফুলের বাগানের অপরূপ সৌন্দর্য অনেককেই আকৃষ্ট করছে। বাগানটির চারিদিকে জালের বেষ্টনী দিয়ে রাখা হয়েছে।

 


ফুল চাষ করা দুই বন্ধুর একজন মোঃ রিপনের সাথে কথা বলে জানা যায়, এ জায়গায় একসময়ে ধানের আবাদ হতো। কিন্তু লাভ না হওয়ায় এ জায়গায় ধান চাষ আর করছে না। আমরা দুই বন্ধু মিলে প্রায় ৩০ শতাংশ জায়গা ইজারা নিয়ে তাতে ফুলের চাষ করি। গত ৬ মাস পূর্বে শুরু করি ফুলের চাষ। বগুড়া জেলা থেকে বিভিন্ন প্রজাতির ফুলের চারা এনে এ বাগানে রোপণ করা হয়েছে।

 


বর্তমানে ওই ফুলের বাগানে গোলাপ, রজনীগন্ধা, হাসনাহেনা, গাঁদা, অ্যানকোর, জবা, দোপাট্টা, কচমচ, ডালিয়া, ক্যালেন ভূনা, নয়নতারা , মোরগফুল, ড্যালটার্স, অ্যালোবেরাসহ আরো নাম জানা-অজানা হরেক রকম ফুলের চাষ হচ্ছে এ বাগানে। এ বাগান থেকে ফুলপ্রেমী নারী-পুরুষরা প্রতিদিনই যার যার পছন্দের ফুল ক্রয় করে নিয়ে যায়।

 


ফুলের বাগানের মালিক রিপন ও আনোয়ার বলেন, এ জায়গায় ফুলের চাষ করে স্বাবলম্বী হওয়ার আশায় প্রায় দুই লাখ টাকা পুঁজি নিয়ে শুরু হয় ফুলের চারা রোপণ। গত ৬ মাসে প্রায় ৮০ হাজার টাকার ফুলের চারা এ বাগান থেকে বিক্রি করা হয়েছে।

 


তারা জানায়, বৈরী আবহাওয়া না থাকলে এ ফুলের চাষ করা বাগান থেকে চারা বিক্রি করে লাভবান হবেন।

 


ফরিদগঞ্জে এ প্রথম ফুলের চাষ প্রসঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরুল আলম ভুট্টো বলেন, ফুলের চাষ লাভজনক। তাই পূর্ব বড়ালী গ্রামে এখন ফুলের চাষে আগ্রহী হয়েছে রিপন ও আনোয়ার। যার ফলে নিজেকে স্বাবলম্বী করে নতুন কর্মসংস্থানের এক নূতন সুযোগ তৈরি হয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বাগানটি পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন।

 


ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি এ প্রতিনিধিকে বলেন, আমি সরজমিনে ওই ফুলের চাষের বাগান দেখে তা থেকে নিজে বেশ কিছু ফুলের চারাও ক্রয় করে এনেছি। ফুলের চাষ এখন লাভজনক। এটাকে সবাই ইতিবাচক হিসেবে দেখে সবার উচিত এ ফুল চাষকে উদ্বুদ্ধ করা।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর