ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

নানা কারণে বাদ পড়তে পারেন হেভিওয়েটরা : ওবায়দুল কাদের

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

হেভিওয়েট ও কেন্দ্রীয় নেতাদের দলীয় মনোনয়নবঞ্চিত হওয়ার আশঙ্কার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের অনেকে এবার বাদ পড়তে পারেন।

তবে এ মুহূর্তে কিছু বলব না। চমক বলব না, নানা কারণে তারা বাদ পড়তে পারেন। মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বর্তমান এমপি-মন্ত্রীদের কারও কারও নাম মনোনয়নের তালিকা থেকে বাদ পড়ার যে খবর সংবাদমাধ্যমে আসছে, সে বিষয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি বলেন, কোন মন্ত্রী খারাপ আমাকে বলুন। কীভাবে পরিমাপ করব? ভিত্তি কী যে ওমুক খারাপ?

এরপরও যাদের নিয়ে বিতর্ক আছে, বিশেষ করে দুটি আসনের কথা বলতে পারি।

একটি হল- উখিয়া-টেকনাফ। সেখানে বদিকে বাদ দিয়ে তার স্ত্রীকে মনোনয়ন দেয়া হচ্ছে। যদিও আমরা এখনও ঘোষণা করিনি। বিতর্কের কারণে বদিকে বাদ দিলেও তার পরিবারের সদস্যকে কেন মনোনয়ন দেয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ঘরের কি সবাই অপরাধী? আপনি অপরাধী হলে কী পরিবারের সব খারাপ? বদি সম্পর্কে যে বিতর্ক আছে, তার কী কোনো প্রমাণ আছে?

তবু বিতর্ক থাকায় বিকল্প বেছে নিয়েছি। বদির পাশাপাশি টাঙ্গাইলের ঘাটাইলের এমপি রানাকেও বাদ দেয়া হচ্ছে জানিয়ে কাদের বলেন, একটি হত্যা মামলায় রানা জেলে। তার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান খানকে মনোনয়ন দেয়া হচ্ছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া কবে শেষ হচ্ছে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলের মনোনয়ন আপাতত শেষ করেছি, এখন আসন বণ্টন নিয়ে জোটের শরিকদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।

২৭ নভেম্বর পর্যন্ত সময় আছে, এর আগে ২৪ বা ২৫ নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হতে পারে জানিয়ে কাদের বলেন, শরিকদের কাছে সম্ভাব্য বিজয়ী প্রার্থীর নাম চাওয়া হয়েছে। এবার সাধারণ প্রতিদ্বন্দ্বিতা হবে- এমন ভাবার কোনো কারণ নেই। এজন্য শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী দিতে হবে। সেটা আওয়ামী লীগের হোক আর শরিকদের হোক।

মহাজোটের কেউ কেউ ঐক্যফ্রন্টের সঙ্গে যোগাযোগ করছেন বলে যে গুঞ্জন রয়েছে সে বিষয়ে আওয়ামী লীগ কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে যাওয়া, এটা বাংলাদেশে আছে।

এইচএম এরশাদ মহাজোটে থাকার ঘোষণা দিলেও শেষ সময়ে তার মত বদলানোর কোনো সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে লড়াই করতে যাচ্ছি, কোনো ফাঁকফোকর নেই। তিনি বলেন, মহাজোটের সমঝোতায় কোনো বিঘ্ন ঘটবে বলে মনে করি না।

স্কাইপে বন্ধ করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না জানতে চাইলে কাদের বলেন, নির্বাচন কমিশন যা বলেছে, সঠিক বলেছে। আকাশ সংস্কৃতির বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো মিসাইল (ক্ষেপণাস্ত্র) নেই। এখানে তো অলরেডি হাইকোর্টের নির্দেশনা আছে তারেক রহমানের বক্তব্য প্রচার না করার বিষয়ে, এটি অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

এ ধরনের বক্তব্য প্রচার করা সাইবার ক্রাইমও হতে পারে। তারেক রহমানের তৎপরতা নিয়ে আওয়ামী লীগ দলীয় ফোরামে আলোচনা করছে জানিয়ে সাধারণ সম্পাদক কাদের বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে যেসব অন্তরায় থাকতে পারে, সেটা তো অবশ্যই সবাইকে মানতে হবে।

এখানে আমরা জনগণের কাছেও বিচার চাই- এটা কি তারা পারেন? একজন যাবজ্জীবন সাজা ও আরেক মামলায় সাত বছরের পলাতক আসামি এভাবে বিদেশে বসে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন? এর সুরাহা যদি কোনো আইনে না পাই, তাহলে আমরা জনগণের আদালতে যাব।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শ্রিংলার সঙ্গে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কথা হয়েছে। কিছু সমস্যা দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। বিআরটিসির জন্য গাড়ি নিয়েও কথা হয়েছে। তিনি বলেন, ‘প্রসঙ্গক্রমে নির্বাচন নিয়ে কথা হয়েছে। তারা আশাবাদী বাংলাদেশে একটি ভালো নির্বাচন হবে।’

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘স্থিতির জন্য এ সরকার কনটিনিউ করবে, এ কথা ইন্ডিয়া কেন বলবে! ভারত কি পারবে আমাদের জেতাতে? জনগণ যদি ভোট না দেয়, সেটা কি আমরা আশা করব? এটা তো আমাদের দেশ। এটা তো ইমপসিবল আর এ ধরনের চিন্তা আপনি কেন করেন?’

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর