ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

আ.লীগের একক প্রার্থী, বিএনপির প্রার্থী সম্পর্কে অনেকে জানেন না

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

ধানমন্ডি, হাজারীবাগসহ চারটি থানা নিয়ে ঢাকা-১০ আসন। আসনটিতে ক্ষমতাসীন দলের প্রার্থী অনেকটাই নিশ্চিত। কিন্তু এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী কে, তা সাধারণ ভোটারদের অধিকাংশই জানেন না। দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরাও এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন।

বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ২০ জন ভোটারের সঙ্গে এই নির্বাচনী এলাকার প্রার্থী নিয়ে কথা বললে, তাঁরা আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বর্তমান সাংসদ শেখ ফজলে নূর তাপসের নাম বলেছেন।

তাঁদের মধ্যে দুজন ছাড়া কেউ বিএনপির কোনো প্রার্থীর নাম বলতে পারেননি। দুজনের একজন বিএনপির আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ এবং অন্যজন দলটির নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল আলমের নাম বলেছেন। তবে দলটির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কলাবাগান থানা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামও এই আসন থেকে প্রার্থী হতে পারেন।

হাজারীবাগ এলাকায় ট্যানারিশিল্পের সঙ্গে জড়িত একজন নাম না প্রকাশের শর্তে বলেন, এলাকায় বর্তমান সাংসদের (শেখ ফজলে নূর তাপস) পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরব। অন্য কোনো প্রার্থীর নাম শোনা যায়নি। কিন্তু বিএনপির পক্ষে কোনো প্রচার–প্রচারণা নেই। এলাকায় নিকট অতীতে কোনো পোস্টার-ব্যানারও দেখা যায়নি। ফলে বিএনপির প্রার্থী কারা, তা তিনি জানেন না। বিএনপির প্রার্থী সম্পর্কে না জানলেও আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে তিনি মনে করেন।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমানউল্লাহ নামের একজন বলেন, নির্বাচন নিয়ে তাঁর খুব একটা আগ্রহ নেই। তবে যে দলই ক্ষমতাই আসুক, এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এমন কার্যক্রম যেন হাতে নেওয়া হয়—সেটিই তাঁর প্রত্যাশা। তিনিও বিএনপির প্রার্থী সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন।

সাতমসজিদ রোডে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, এবারই তিনি প্রথম ভোটাধিকার পেয়েছেন। শিক্ষার্থীদের পক্ষে যিনি কাজ করবেন, তাঁকেই তিনি ভোট দিতে চান। তিনি বলেন, আগামী নির্বাচনে বিজয়ী প্রার্থীর প্রতি তাঁর প্রত্যাশা থাকবে রাস্তায় যানজট নিরসন ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে কাজ করবেন।

প্রায় ৪৭ বছর থেকে ধানমন্ডি এলাকায় থাকেন মুক্তিযোদ্ধা আবুল হায়াত হেদায়েত। তিনি বলেন, বিএনপি থেকে তিনজন এই আসন থেকে মনোনয়ন চেয়েছেন বলে তিনি জেনেছেন। আর আওয়ামী লীগের একক প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তাঁর মতে, ফজলে নূর তাপস এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। মসজিদ-মাদ্রাসা-মন্দিরের উন্নয়নে অর্থায়ন করেছেন।

নিউমার্কেট এলাকার এক ব্যবসায়ী নাম না প্রকাশের শর্তে বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। সর্বশেষ নির্বাচনে তিনি ভোট দিতে যাননি উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে তিনি ভোট দিতে চান। আওয়ামী লীগের প্রার্থী সম্পর্কে তিনি নিশ্চিত হলেও, বিএনপির প্রার্থী সম্পর্কে তিনি নিশ্চিত নন উল্লেখ করে বলেন, নাসির উদ্দিন আহমেদ ও শেখ রবিউল আলম এই আসনে প্রার্থী হতে পারেন।

জানতে চাইলে নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, নাসির উদ্দিন আহমেদ দীর্ঘদিন থেকে লন্ডনে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা নিয়ে দলের নেতা-কর্মীরা অন্ধকারে আছেন।

তিনি বলেন, মাঠের নেতা হিসেবে তৃণমূল বিএনপি শেখ রবিউল ইসলামকে চায়। বিএনপির প্রার্থী সম্পর্কে সাধারণ ভোটারদের না জানা সম্পর্কে তিনি বলেন, তাঁর নিজের নামেই ৭১টি মামলা রয়েছে। এ জন্য বেশির ভাগ সময়ই আত্মগোপনে থাকতে হয়। এই নির্বাচনী এলাকার মধ্যে নিউমার্কেট, হাজারীবাগ, কলাবাগান ও ধানমন্ডির অধিকাংশ নেতা-কর্মীই মামলায় জর্জরিত। গ্রেপ্তার এড়াতে কম–বেশি সবাই আত্মগোপনে আছেন। তাই এই আসনে বিএনপির দৃশ্যমান কোনো প্রচারণা নেই। প্রচারণা না থাকায় সাধারণ ভোটাররা প্রার্থী সম্পর্কে জানেন না।

এ বিষয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শেখ রবিউল আলম বলেন, এই আসনে সব সময় বাইরের লোকদের মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তাই ভোটাররা এবারও প্রার্থী নিয়ে সন্দিহান।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর