ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

‘খুনিরা আটক না হওয়া পর্যন্ত কবর জিয়ারত করব না’

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯  

অপেক্ষায় কেটেছে সাতটি বছর। এতগুলো বছরে একবারও যাননি ছেলের কবরের পাশে। এভাবে আর কত বছর কাটাবেন সাংবাদিক সাগর সরওয়ারের মা সালেহা মনির। জানালেন, যতদিন আমার ছেলে ও বউয়ের হত্যাকারীরা আটক হবে না, ততদিন আমি তাদের কবর জিয়ারতে যাব না।সাগর-রুনি হত্যাকারীরা আটক না হওয়ায় হতাশা ব্যক্ত করেন তিনি। সালেহা মনির বলেন, তদন্ত কর্মকর্তারা বার বার আমার কাছে এসে জানতে চায় আমি কাউকে সন্দেহ করি কিনা। আমি প্রতিবারই তাদের বলেছি, আপনাদেরই তো আমাকে জানানোর কথা- কারা কী কারণে আমার ছেলে ও বউকে হত্যা করল?

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় মাছরাঙা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে। 

সোমবার (১১ ফেব্রুয়ারি) এই সাংবাদিক দম্পতির সপ্তম মৃত্যুবার্ষিকী পূর্ণ হল। আসামিদের গ্রেফতারের ব্যাপারে নানা সময় মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনেক আশ্বাস দিলেও সে আশ্বাসে চলে গেছে সাতটি বছর। 

মা সালেহা মনির বলেন, সাতটি বছর ধরে টেলিভিশনের ব্রেকিং নিউজে চোখ রাখছি। মাঝে মাঝেই আঁতকে উঠি, এই বুঝি হত্যাকারীদের আটকের খবর এলো। বাড়ির সামনে পুলিশ-র‌্যাবের গাড়ি থামলেই মনে হয় যেন হত্যাকারীদের আটকের সংবাদ নিয়ে এলো ওরা। এভাবেই সাত বছর ধরে অপেক্ষা করছি।

এই মামলার সন্দেহভাজন নিয়ে তিনি বলেন, আমার চেয়ে এই মামলার বাদী রুনীর ভাই নওশাদই ভালো বলতে পারবেন। যাকে তাকে ধরে নিয়ে মামলায় জড়ানোর চেষ্টা হচ্ছিল বলে, আমি এর প্রতিবাদও করেছি। 

এসময় ক্ষোভের সঙ্গে সাহেলা মনির বলেন, মৃত্যুর আগে আমি ছেলে আর বউয়ের হত্যাকারীদের আটকের খবর শুনে যেতে পারব কিনা, জানি না।

গত ছয় বছরের নানা অভিজ্ঞতায় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না। রুনির মা তো তার মেয়ের সঙ্গেই থাকতেন, সেই রাতে তিনি কি ওই বাড়িতে ছিলেন না? যদি না থেকে থাকেন, তবে কেন তিনি ওই দিন ছিলেন না? এটা বের করা প্রয়োজন।

সালেহা মনির বলেন, ওই ফ্ল্যাটে কারা আসে, কারা যায়- তার সবই তো নিরাপত্তা কর্মীরা লিখে রাখে। আর এত রাত পর্যন্ত নিশ্চয়ই তাদের মেহমান অপরিচিত কেউ ছিল না। 

এই হত্যাকাণ্ডকে চুরি-ডাকাতির ঘটনা বানানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে তিনি প্রশ্ন রাখেন, কোন চোর-ডাকাত কী ওই ঘরের চাকু-বটি দিয়ে হত্যা করতে আসবে? আর যে গ্রিল কেটে চুরির ঘটনা দেখানো হচ্ছে, সেটা দিয়ে কি মানুষ ঢুকতে পারবে?

ময়নাতদন্তে চিকিৎসক দেখেছেন, তারা কি খাওয়া-দাওয়া করেছেন, তাদের পাকস্থলিতে কি কি পাওয়া গেছে, হত্যার কারণ নির্ণয়ের পরও আমার সন্তানদের মরদেহ আবার কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে। এতে আমি খুব কষ্ট পেয়েছি। যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের ধরার বদলে তদন্তকারী দল শুধু হত্যা কিভাবে হল, সেদিকে বেশি গুরুত্ব দিচ্ছে। কেন এটা করা হচ্ছে, তা আমার বোধগম্য নয়।

সাগরের মা সালেহা মনির প্রশ্ন রেখে বলেন, হত্যাকারীরা কত শক্তিশালী, যে এতদিন তারা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে? 

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর