ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

বীর মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা মোহাম্মদ আলাীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের আয়োজনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা ও মিলাদের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদের আহ্বায়ক অ্যাডঃ দেবাশীষ কর মধুর সভাপ্রধানে ও প্রয়াত মোহাম্মদ আলীর ভাই সাংবাদিক মোঃ শওকত আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষ মারা যাওয়ার পর আমরা অনেক সময় তাকে ভুলে যাই। কিন্তু আজকে এ স্মরণসভায় মানুষের উপস্থিতি দেখে বোঝা যায় আমরা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে ৩৬ বছর পরও স্মরণ রেখেছি এবং তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ও ভালো মানুষ ছিলেন তা প্রমাণ করে। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এদেশের স্বাধীনতায় তাঁর ভূমিকা ছিলো এবং নাটকের মাধ্যমে মানুষকে স্বাধীনতা যুদ্ধের জন্যে উদ্বুদ্ধ করেছেন। এ উদ্যোগ যেনো চলমান থাকে এবং এ সংগঠন সমাজের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত। তিনি বলেন, মোহাম্মদ আলী একজন মুক্তিযোদ্ধা ও নাট্যাভিনেতা ছিলেন। মোহাম্মদ আলী স্মৃতি সংসদের মাধ্যমে তাঁর স্মৃতি ধরে রাখা একটি ভালো উদ্যোগ। চাঁদপুরে প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ অনেক বিশিষ্টজনের জন্ম হয়েছে। মোহাম্মদ আলী ভালো মানুষ ছিলেন বলেই তাঁর জীবন নিয়ে ৩৬ বছর পরও আলোচনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিখ্যাত ব্যক্তিরা মানুষকে ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করেছেন। দেশপ্রেমের উসিলায় আল্লাহ যেনো তাঁকে জান্নাতবাসী করেন এটাই তাঁর মৃত্যুবার্ষিকীতে কামনা করছি।

বক্তব্য রাখেন চাঁদপুরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর বারের সাবেক সভাপতি ও গণফোরাম চাঁদপুর জেলার সভাপতি এবং মোহাম্মদ আলী স্মৃতি সংসদের উপদেষ্টা অ্যাডঃ সেলিম আকবর, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।

স্মরণসভার পূর্বে প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদককে মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

এছাড়াও রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষার্থী উম্মে জামিলা, উম্মে ফাতেমা ও উম্মে মুসলিমা হামদ ও নাত পরিবেশন করে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করেন।

স্মরণসভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রওজাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রওজাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন।

 

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর