ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদের স্ত্রীর দাফন সম্পন্ন

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের স্ত্রী রহিমা বেগম (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……….রাজেউন)।

১৫ ডিসেম্বর রোববার ভোর ৬টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মতলব উত্তর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস এবং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) এর ভাবী।

রোববার বাদআছর চাঁদপুর মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমের নামাজের জানায়া অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজ পড়ান মাওলানা মো. ইব্রাহিম।

জানাযার পূর্বে মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, মরহুমার আত্মীয় এরশাদ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মনসুর আলী সরকার, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ।

শোক প্রকাশ করে বক্তব্যে অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি বলেন, ওয়াদুদ ভাই একজন বড় মনের মানুষ। আজ তিনি স্ত্রী হারানোর শোকে শোকাহত। আমার জানামতে তার স্ত্রী মরহুমা একজন আদর্শবান মহিয়াসী নারী ছিলেন। একজন নেতার জন্য এরকম স্ত্রী অতি গুরুত্বপূর্ণ। আমি দোয়া করবো মহান আল্লাহ তায়ালা যাতে মরহুমাকে বেহেস্তে নসিব করুন, আমিন।

শোক প্রকাশ করে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদের পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিলো। তার স্ত্রী মরহুমা একজন আন্তরিক এবং উন্নত আচরণের লোক ছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন।
তিনি আরও বলেন, যখনই ওয়াদুদ ভাইয়ের বাসায় যেতাম বা তারা আসতেন তখন মরহুমা অত্যন্ত ন¤্র ভদ্র ভাবে কথা বলতেন। দেখেই তিনি সালাম প্রদর্শন করতেন। আমি তার আত্মার শান্তি কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াম উদ্দিন, চাঁদপুর জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হুসাইন পাটোয়ারী, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান, সহকারী কমান্ডার মহসীন পাঠান, ইয়াকুব আলী,

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ মাস্টার, সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেঙ্গারচর পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস ছাত্তার, মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ,

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি শাহজালাল মাস্টার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শেখ ফরিদ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমার মৃত্যুতে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদযাপন কমিটি, দৈনিক মতলবের আলো পত্রিকার পরিবারবর্গ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর