ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

মৃত্যুর দিকে ঠেলে দেয় ‘অশুভ’ ও ‘অভিশপ্ত’ এই জিনিসগুলো!

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১ মে ২০১৯  

পৃথিবীর বহু জিনিসের সঙ্গেই জড়িয়ে রয়েছে ‘অশুভ’ বা ‘অভিশপ্ত’ তকমা। এসবের মধ্যে বেশ কয়েকটির সঙ্গে জড়িয়ে আছে একাধিক মৃত্যুর ঘটনা। কোন কোনটিকে আবার এতটা অভিশপ্ত মনে করা হয় যে, বর্তমানে সেটির অস্তিত্ব কোথায়, তা জানাই যায় না। এমনই কয়েকটি জিনিসের খবর দেয়া হলো।

 

 


‘দ্য ক্রায়িং বয়’ পেন্টিং: এই ছবিটি এঁকেছিলেন ইতালির চিত্রশিল্পী জিওভানি ব্র্যাগোলিন। ছবিটির জন্য বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। ছবিটিও এত জনপ্রিয় হয়েছিল যে এই ছবির প্রতিকৃতি ব্রিটেনের বহু ঘরে শোভা পেত। কিন্তু যাঁরাই নাকি আসল ছবিটি রেখেছিলেন, তাঁদের প্রত্যেকের বাড়িতে রহস্যজনক ভাবে আগুন লেগে গিয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টি তা হল, বাড়িগুলোতে আগুন লাগলেও ছবিটি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে অক্ষতই থেকে গিয়েছিল বলে দাবি করা হয়।

 

 


পিস অব উলুরু রক: অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে বিশাল আকারের বেলেপাথরের টিলা এটি। আয়ার্স রক নামেও পরিচিত এটি। স্থানীয় উপজাতিদের কাছে এই অঞ্চলটি খুব পবিত্র। পর্যটকদের এখান থেকে কোনও কিছু নিয়ে যেতে নিষেধ করা হয়। কিন্তু অনেক পর্যটকই পাথরের টুকরো লুকিয়ে নিয়ে যান। বলা হয়, যাঁরা এই অঞ্চল থেকে কিছু নিয়ে গিয়েছেন, তাঁদেরই জীবনে দুর্দশা নেমে এসেছে। এমনকি মৃত্যুও হয়েছে।

 

 


টমাস বাসবি চেয়ার: এটা ‘বাসবি’স স্টুপ চেয়ার’ বা ‘ডেড ম্যান’স চেয়ার’ নামেই বেশি পরিচিত। টমাস বাসবি কুখ্যাত দুষ্কৃতী ছিল। ১৭০২ সালে তাকে নর্থ ইয়র্কশায়ারে ফাঁসি দেওয়া হয়। তার আর্জি ছিল ফাঁসির আগে যেন তাকে তার প্রিয় হোটেলে খাওয়ানো হয়। খাবার শেষে বাসবি উঠে দাঁড়িয়ে বলেছিলেন, এই চেয়ারে যে বসবে তারই মৃত্যু হবে। ওই চেয়ারে যাঁরা বসার সাহস দেখিয়েছিলেন, প্রত্যেকেরই নাকি রহস্যজনক মৃত্যু হয়। হোটেল মালিক চেয়ারটা পরে ব্রিটেনের থার্সক মিউজিয়ামে দিয়ে দেন। অনভিপ্রেত ঘটনা এড়াতে চেয়ারটিকে মাটি থেকে ৫ ফুট উঁচুতে ঝুলিয়ে রাখা হয়।

 

 

বুলগেরিয়ান ফোন নম্বর: +৩৫৯ ৮৮৮ ৮৮৮ ৮৮৮। দশ বছর ধরে বুলগেরিয়াতে এই নম্বরটি ব্যবহারের পর ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস, এই নম্বরটি যে তিন জন নিজেদের নামে রেজিস্ট্রি করিয়েছিলেন তাঁদের মধ্যে এক জন ক্যানসারে, আর বাকি দু’জনের রহস্যজনক মৃত্যু হয়।

 

 


দ্য আইসম্যান: ১৯৯১-এ উদ্ধার হয় ইতালির ওত্জ়াল আল্পসে ওত্‌জ়ি ওরফে আইসম্যানের মমি উদ্ধার হয়। ৩ হাজার খ্রিস্টপূর্বাব্দে আইসম্যানের মৃত্যু হয়েছিল বলে মনে করা হয়। কথিত, যাঁরা এই উদ্ধারকাজে জড়িত ছিলেন, তাঁদের প্রত্যেকেরই দুর্ঘটনায় মৃত্যু হয়। ফরেন্সিক প্যাথোলজিস্ট রেনার হেন গাড়ি দুর্ঘটনায় মারা যান। পর্বতারোহী কার্ট ফ্রিজের তুষারধসে মৃত্যু হয়। পড়ে মৃত্যু হয় হেলমুট সাইমনের। প্রচলিত বিশ্বাস, মানুষ মারার ক্ষমতা রয়েছে এই আইসম্যানের।

 

 

বাসানো ভাস: ১৫ শতকে ইতালির এক মহিলা নিজের হাতে বানানো ফুলদানি বিয়ের রাতে স্বামীকে উপহার দিয়েছিলেন। সেই রাতেই খুন হন ওই মহিলা। হাতে তার সেই ফুলদানিটি ছিল। স্থানীয়দের দাবি, এর পর সেই ফুলদানিটি যে যে পরিবারের কাছে গিয়েছে কারও না কারও মৃত্যু হয়েছে। ফুলদানিটি ‘অভিশপ্ত’ বলে পরবর্তীকালে কেউ নিতে চায়নি। এখন এই ফুলদানি কোথায় রয়েছে কেউ জানে না। তবে মনে করা হয়, এটি কোনও এক অজ্ঞাত জায়গায় মাটির নীচে পুঁতে রাখা হয়েছে। 

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর