ব্রেকিং:
দেশে করোনায় ৮২ পুলিশ সদস্যের মৃত্যু, আক্রান্ত ১৮ হাজার আয়কর দিতে হবে ৩০ তারিখের মধ্যে গ্রামীণ বিদ্যুৎ সুবিধা উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি দেশের নানা আয়োজনে ১৭-২৬ মার্চ যোগ দেবেন বিশ্ব নেতারা স্বেচ্ছাসেবী সংগঠনের ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণা উৎপাদন বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করোনাকালে চূড়ান্ত এমপিওভুক্তির সুখবর পেল ১৬৩৩ স্কুল-কলেজ করোনা মোকাবেলায় বঙ্গবন্ধুর স্বাস্থ্যসেবা দর্শন বৈশ্বিক ক্রয়াদেশ পূরণে সক্ষম বাংলাদেশ ॥ শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ, দৃষ্টান্ত স্থাপন করে চলেছে করোনা পরীক্ষা হবে চার বেসরকারি হাসপাতালে ২০ হাজারের বেশি আইসোলেশন শয্যা প্রস্তুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্তের শরীরের অক্সিজেনের পরিমাণ ঘরেই পরীক্ষার উপায় দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত, আরো ৮ মৃত্যু করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশে ৫৪৯ নতুন করোনা রোগী শনাক্ত, আরো ৩ মৃত্যু হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে বাগান থেকে উদ্ধার চাঁদপুরে ২০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চীনের ৪ বিশেষজ্ঞ ঢাকায় আসছেন ভেন্টিলেটর-সিসিইউ স্থাপনে ১৪শ` কোটি টাকার জরুরি প্রকল্প
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
একবছরে পাঁচগুণ মুনাফা বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের আমাজন বাঁচাতে লিওনার্দোর ৫০ মিলিয়ন ডলারের অনুদান ১৬২৬৩ ডায়াল করলেই মেসেজে প্রেসক্রিপশন পাঠাচ্ছেন ডাক্তার জোরশোরে চলছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ

রমজানকে বরণ করার প্রস্তুতি

দৈনিক চাঁদপুর

প্রকাশিত: ১ মে ২০১৯  

শুভেচ্ছা স্বাগতম মাহে রমজান! ইবাদত-বন্দেগিকারীর জন্য এখন সময় কেবলই প্রস্তুতির। 
এই প্রস্তুতি রমজানকে বরণ করতে হৃদয়ের ঘরদোর পরিস্কার করে নেয়ার, রমজানের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে দেহ-মন প্রস্তুত করে রাখার। 

রমজানের পুরো একমাস ধারাবাহিকভাবে রোজা রাখতে প্রয়োজনীয় দৈহিক ও বস্তুগত প্রস্তুতি সম্বন্ধে কিছু পরামর্শ উল্লেখ করা হলো।

> খাবার গ্রহণ: পরিমিতভাবে খাবার গ্রহণ করুন। অধিক খাবার গ্রহণ করে শরীরকে কষ্ট দেয়ার কোনো অর্থ হয় না। এটি শুধু আপনার চাহিদাকে বৃদ্ধি করবে এবং রোজাকে আপনার জন্য কষ্টকর করে তুলবে।

> সকাল সকাল নাস্তা: রমজানের সারাটি দিন রোজা রাখতে ফজরের সময় হওয়ার আগেই আমরা ঘুম থেকে উঠে কিছু খেয়ে নেই, যা সাহরী নামে পরিচিত। রোজার এই গুরুত্বপূর্ণ অংশটি কখনোই পরিহার করার মত নয়। সাহরীর সঙ্গে শরীরকে মানানসই করার লক্ষ্যে এখন রমজানের আগে যতখানি সম্ভব, সকাল সকাল নাস্তা সেরে রাখুন।

> মাঝখানে হালকা খাবার থেকে বিরত থাকা: শুধু দিনের তিনটি প্রধান খাবারের সময়ই খাবার গ্রহণ করুন; সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার। এর মাঝখানে যেকোনো কিছু খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। রমজানে শুধু দুইটি সময়ের খাবার গ্রহণের সঙ্গে (সাহরী ও ইফতার) নিজেকে মানানসই করার লক্ষ্যে নিজের খাদ্যাভ্যাসকে এভাবে পরিবর্তন করে নিতে পারেন।

> চা-কফি পান হ্রাস করা: আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা দিনের মধ্যে কাজের ফাঁকে বারবার চা-কফি জাতীয় পানীয় পান করেন। কাজের ফাঁকে চা-কফি পান না করলে তারা কাজের প্রতি মনোযোগ দিতে পারেন না। রমজানে যেহেতু বার বার চা-কফি পানের সুযোগ পাওয়া যাবে না, তাই হঠাৎ করে চা-কফি পান না করলে তাদের দৈনন্দিন জীবনের কাজে অসংলগ্নতা দেখা দিতে পারে। সুতরাং এই অবস্থার সঙ্গে অভ্যস্ত হতে তাদের জন্য এখন থেকেই চা-কফি পানের পরিমান ধীরে ধীরে কমিয়ে আনা প্রয়োজন।

> ধুমপান ত্যাগ: যে ধুমপায়ীরা অপ্রস্তুতভাবে রমজানের রোজা রাখা শুরু করেন, তাদের মধ্যে হঠাৎ ধুমপান ত্যাগের কারণে বিভিন্ন প্রকার মানসিক সমস্যা যেমন- বিরক্তি, হতাশা, অধৈর্য প্রভৃতি লক্ষ্য করা যায়। এই অবস্থা থেকে বাঁচতে জন্য এখনই ধুমপান কমিয়ে আনুন। পাশাপাশি রমজানকে আপনার ধুমপানের মত বদঅভ্যাস ত্যাগের একটি প্রচেষ্টা হিসেবে গ্রহণ করতে পারেন।

> নফল রোজা: রমজানের রোজার জন্য প্রস্তুতি হিসেবে কিছু নফল রোজা আদায় করুন। এর মাধ্যমে আপনি সহজেই রোজা রাখায় অভ্যস্ত হতে পারেন।

> ঘুমের নিয়ন্ত্রণ: আমাদের অনেকেরই বদঅভ্যাস অনেক রাত পর্যন্ত জেগে থাকা। এই অভ্যাসটি বদল করে আমাদের আগে আগে ঘুমাতে যাওয়া উচিত, কেননা রোজা রাখার জন্য আমাদেরকে সাহরীর ফজরের সময় হওয়ার আগেই ঘুম থেকে উঠতে হবে। সুতরাং, রাতে সময় নষ্ট না করে আমাদের আগে আগে ঘুমের অভ্যাসটা করে নেয়া উচিত।

> প্রয়োজনীয় বস্তুর সংগ্রহ: রোজা শুরু হওয়ার আগেই আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বস্তুসামগ্রী যথাসম্ভব সংগ্রহ করে রাখা উচিত। রোজা রেখে বাজার করা খুবই কষ্টসাধ্য কাজ। পাশাপাশি বাজারে সময় নষ্ট করার ফলে অন্য সকল ইবাদতের মাধ্যমে রমজানের বিপুল বরকত অর্জন থেকে আমরা বঞ্চিত হতে পারি। সুতরাং, রোজার আগেই আমাদের উচিত প্রয়োজনীয় বাজার সেরে নেয়া।

> ডাক্তার যোগাযোগ: ডাইবেটিস, রক্তচাপসহ বিভিন্ন প্রকার অসুস্থতায় আপনার যদি রোজা রাখতে সমস্যা হয়, আগেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। কেননা, আপনার সুস্থতার ওপর আপনার রোজা রাখার সামর্থ্য নির্ভরশীল।

> কোরআন পড়ার প্রস্তুতি: রমজান মাস আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত। সওয়াব অর্জন করার মৌসুম। এ মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আর তাই এখন থেকেই পবিত্র কোরআনকে ভালোভাবে সহীহ-শুদ্ধভাবে পড়ার প্রস্তুতি গ্রহন করুন।

হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ’’ (সুনান আত-তিরমিযী: ২৯১০, সহীহ)।

রাসূলু (সা.) রমজান ব্যতীত কোনো মাসে এত বেশি তেলাওয়াত করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রমজান ব্যতীত অন্য কোনো রাত্রিতে আমি রাসূলুল্লাহ সালল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ কোরআন তেলাওয়াত করতে, কিংবা ভোর অবধি সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোজা পালন করে কাটিয়ে দিতে দেখিনি।’ (সহীহ মুসলিম : ১৭৭৩)।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা সকল মুসলিম উম্মাহকে রমজান মাসের রোজাসহ প্রতিটি ইবাদত-বন্দেগি কোরআন-হাদিস অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।

দৈনিক চাঁদপুর
দৈনিক চাঁদপুর